Homeদেশের গণমাধ্যমেরাজশাহীতে পুষ্টি ‘ভার্সেস অব লাইট’ প্রতিযোগিতার অডিশন অনুষ্ঠিত

রাজশাহীতে পুষ্টি ‘ভার্সেস অব লাইট’ প্রতিযোগিতার অডিশন অনুষ্ঠিত

[ad_1]

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান টিকে গ্রুপের তত্ত্বাবধানে শুরু হয়েছে পুষ্টি ‘ভার্সেস অব লাইট’ হিফজুল কোরআন প্রতিযোগিতা। টিকে গ্রুপের অন্যান্য গুরুত্বপূর্ণ ইউনিটগুলো এ আয়োজনের সহযোগী হিসেবে রয়েছে। বর্তমানে অনুষ্ঠানটির অডিশন পর্ব চলছে।

রোববার (৮ ডিসেম্বর) রাজশাহীর মনি বাজার সি অ্যান্ড বি মোড়ের নানকিং দরবার হলে দিনব্যাপী অনুষ্ঠিত হলো প্রতিযোগিতার অডিশন।

‘কণ্ঠে ছড়াক পবিত্র বাণী’ স্লোগানে দেশব্যাপী উদীয়মান হাফেজদের অসাধারণ প্রতিভা ও তেলাওয়াত দক্ষতাকে সম্মান জানাবে পুষ্টি ‘ভার্সেস অফ লাইট’ হিফজুল কোরআন প্রতিযোগিতা। দেশের বিভিন্ন প্রান্তে পবিত্র কোরআন চর্চায় নিবেদিত সমুধুর কণ্ঠের তেলাওয়াতকারীদের প্রতিভা অন্বেষণেই এ আয়োজন। এদিন সকাল থেকেই রাজশাহী অঞ্চলের প্রতিভাবান হিফজুল কোরআনের শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠে মাদ্রাসা প্রাঙ্গণ।

রাজশাহীতে পুষ্টি ‘ভার্সেস অব লাইট’ প্রতিযোগিতার অডিশন রাউন্ডে মোট ১৫০ প্রতিযোগী অংশগ্রহণ করে। যাদের মধ্যে মূল পর্বে চূড়ান্তভাবে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয় ২ জন। যারা পরবর্তীতে সারা দেশ থেকে অনুরূপভাবে নির্বাচিত প্রতিযোগীদের সঙ্গেই প্রতিযোগিতা করবে।

প্রতিযোগিতার মূলপর্বে প্রধান বিচারক হিসেবে থাকছেন আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থার (ইক্বরা) চেয়ারম্যান ক্বারী শেখ আহমদ বিন ইউসুফ আল-আজহারী, জর্ডান থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী স্কলার হাতেম জামিল মাহমুদ সুহেমাত ও সৌদি আরবের জেদ্দার আল-কামাল মসজিদের সাবেক ইমাম হাফেজ মাওলানা আবদুল কাদের রহমানী।

আগামী পবিত্র রমজান মাসে প্রতিযোগিতাটি সম্প্রচারিত হবে জনপ্রিয় চ্যানেল ডিবিসিতে। পুষ্টি ‘ভার্সেস অব লাইট’ প্রতিযোগিতায় বিজয়ীরা সম্মিলিতভাবে পাচ্ছেন ৪০ লাখ টাকার সমমানের পুরস্কার।

এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৬ বা এরচেয়ে কম বয়সী কিশোর/কিশোরীরা অংশ নিতে পারবে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে তারা নির্বাচিত হবে এবং প্রতিটি অঞ্চলের শীর্ষ প্রতিযোগীরা ঢাকায় গ্র্যান্ড ফাইনালে অংশ নেওয়ার সুযোগ পাবে। আগ্রহীরা রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করুন www.pustiversesoflight.com

পুষ্টি ‘ভার্সেস অব লাইট’ আগামী প্রজন্মের হাফেজদের অনুপ্রাণিত করার পাশাপাশি তাদের বিকাশ ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার অনন্য উদ্যোগ। এটি তরুণ হাফেজদের অর্জন উদযাপনের পাশাপাশি দেশজুড়ে ঈমান, ইখলাস ও ইলমের চেতনা সৃষ্টিতে পবিত্র রমজান মাসে বিশেষ ভূমিকা রাখবে।

আগামী সোম ও মঙ্গলবার (৯ ও ১০ ডিসেম্বর) চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের ইসলামিক ফাউন্ডেশন মসজিদ শাখার হলরুমে হবে প্রতিযোগিতার পরবর্তী অডিশন, যা চলবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত