Homeদেশের গণমাধ্যমেরাজশাহীর আদালতে কর্মচারীদের কর্মবিরতি

রাজশাহীর আদালতে কর্মচারীদের কর্মবিরতি



রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৮, ৫ মে ২০২৫  


রাজশাহীর সকল আদালতে দুই ঘণ্টা কর্মবিরতি পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ কর্মসূচি করে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন।

কর্মবিরতি চলাকালে রাজশাহীর সকল আদালতে বিচারিক ও দাফতরিক কার্যক্রম বন্ধ থাকে। এ সময় আদালতের কর্মচারীরা আদালত প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি ও শোভাযাত্রা করেন। শোভাযাত্রাটি আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, ‘‘বিচার বিভাগের কর্মচারীরা বৈষম্যের শিকার। আমরা অচিরে এ অবস্থার পরিবর্তন চাই। আমাদের দাবি মেনে নেয়া না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’’

এ সময় অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জোবায়ের ইবনে মাহবুব, রাজশাহী বিভাগের সভাপতি রুহুল আমীন, জেলার সাধারণ সম্পাদক এ.কে.এম সোহেল রানা, দপ্তর সম্পাদক আব্দুল আলিম, সহসম্পাদক আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

ঢাকা/কেয়া/বকুল





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত