Homeদেশের গণমাধ্যমেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে সনদ তুলতে এসে আটক নিষিদ্ধ সংগঠনের নেতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সনদ তুলতে এসে আটক নিষিদ্ধ সংগঠনের নেতা

[ad_1]


রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১২, ৩০ নভেম্বর ২০২৪  

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সনদ তুলতে এসে আটক নিষিদ্ধ সংগঠনের নেতা


সনদ তুলতে এসে আটক হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ফিরোজ মাহমুদ। পরে তাকে ছাত্রদলের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।

শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মালেক।

আটক ছাত্রলীগ নেতা ফিরোজ মাহমুদ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি শহীদ জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তার বাড়ি বগুড়া জেলায়।

জিয়া হল সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে জিয়া হলের সামনে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্ররা তারা মারধর করেন। আহত অবস্থায় মতিহার থানা পুলিশ চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) জরুরি বিভাগে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাত্রলীগ নেতাকে মতিহার থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মালেক বলেন, “ছাত্রদলের দায়ের করা মামলায় এক ছাত্রলীগ নেতাকে সকালে আটক করা হয়েছে। তিনি বর্তমানে মতিহার থানার হাজতে আছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিস্তারিত পরে জানানো হবে।”

ঢাকা/ফাহিম/মেহেদী



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত