Homeদেশের গণমাধ্যমেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের শীতবস্ত্র উপহার দিল শিবির

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের শীতবস্ত্র উপহার দিল শিবির

[ad_1]


রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৬, ১০ ডিসেম্বর ২০২৪  

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের শীতবস্ত্র উপহার দিল শিবির


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শাখার ছাত্রশিবিরের উদ্যোগে শীতবস্ত্র উপহার কর্মসূচি পালন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব হল, অনুষদ, ইনস্টিটিউটের কর্মচারী ও নৈশপ্রহরীদের মাঝে এ উপহার বিতরণ করেন শাখা শিবিরের নেতাকর্মীরা।

সোমবার (৯ ডিসেম্বর) রাত ১১টা থেকে শুরু করে মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোর ৪টা পর্যন্ত সংগঠনটির পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়।

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ যত অংশীজন আছেন, তাদের যেকোনো সমস্যায় আমরা পাশে থাকব, এটা শিবিরের নিয়মিত কাজ। নৈশপ্রহরী হিসেবে যারা ঠান্ডার মধ্যে রাত জেগে দায়িত্ব পালন করেন, শীতে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করার জন্য আমাদের এ কর্মসূচি।”

 সভাপতি আব্দুল মোহাইমিন বলেন, “রাবি ছাত্রশিবির শীতার্ত মানুষের জন্য ‘শীতবস্ত্র উপহার কর্মসূচি’ সম্পন্ন করেছে। কুয়াশাচ্ছন্ন রাতে বিভিন্ন পর্যায়ে কর্মরতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। মানবতার সেবা আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে। সবার সহযোগিতা ও অংশগ্রহণে শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এক সঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি।”

এছাড়াও শীতার্ত মানুষের দুঃখ-কষ্ট লাঘবে এ ধরনের মহতী উদ্যোগে অন্যান্য সংগঠন এবং সমাজের বিভিন্ন পেশার মানুষকে যুক্ত হওয়ার আহ্বান জানান শিবির নেতারা।

ঢাকা/ফাহিম/মেহেদী



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত