Homeদেশের গণমাধ্যমেরাতের অন্ধকারে খেতের করলাগাছের গোড়া কেটে দিল দুর্বৃত্তরা

রাতের অন্ধকারে খেতের করলাগাছের গোড়া কেটে দিল দুর্বৃত্তরা

[ad_1]

অনেক কষ্ট করে খেতে লাগিয়েছিলেন প্রায় এক হাজার করলার চারা। সেগুলো বড় হয়ে এরই মধ্যে মাচায় উঠেছে। ফুল ও ফল আসতে শুরু করেছে। আর কিছুদিন পরই করলা বাজারে তুলবেন—এমন আশা ছিল। কিন্তু রাতের অন্ধকারে খেতের সব করলাগাছের গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জুবলী ইউনিয়নের উত্তর কচ্চপিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

করলাখেতটি উত্তর কচ্চপিয়া গ্রামের কৃষক আবদুল মালেকের। শাকসবজি চাষ করেই তিনি সংসার চালান। আজ সোমবার সকালে খেতে গিয়ে মাথায় আকাশ ভেঙে পড়ে আবদুল মালেকের। একটি–দুটি নয়, খেতের এক হাজারের বেশি করলাগাছের একই অবস্থা। ধারদেনা করে মাথার ঘাম পায়ে ফেলে যত্ন করে বড় করে তোলা করলাখেতের এমন দৃশ্যে তিনি হতবাক হয়ে পড়েন।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত