Homeদেশের গণমাধ্যমেরানআউট সৌম্য

রানআউট সৌম্য

[ad_1]

সংক্ষিপ্ত স্কোর: ৯ ওভারে বাংলাদেশ ৪০/৩ (জাকের ১*, মিরাজ ২২*, *; লিটন ৩, তানজিদ ২, সৌম্য ১১)

লিটন-তানজিদ ফেরার পর মিরাজ চেষ্টা করতে থাকেন রান বাড়িয়ে নিতে। কিন্তু ক্যারিবীয়দের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান পেতে সংগ্রাম করতে হয় তাদের। ৮ ওভার শেষেও স্কোর থাকে ৩৬! এই সময়ে দুইবার জীবনও পান মিরাজ। তবে দ্রুত রান নেওয়ার তাড়ায় ৮.৪ ওভারে রান আউট হয়েছেন সৌম্য সরকার। গত ম্যাচে ম্যাচের ভিত গড়ে দিলেও এই ম্যাচে ১১ রানে ফিরেছেন তিনি।  

পাওয়ার প্লেতে বাংলাদেশের ২৯

টস হেরে ব্যাট করে ১১ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশ। লিটন, তানজিদের ব্যর্থতায় শুরুতে চাপে পড়লে মেহেদী হাসান মিরাজের ব্যাটে কিছুটা সচল হয় রানের চাকা। তাতে পাওয়ার প্লেতে ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ২৯ রান যোগ করতে পেরেছে সফরকারীরা। সৌম্য অবশ্য শুরু থেকে প্রান্ত আগলে সতর্ক থেকে খেলছেন। মিরাজ ৯ বলে করেছেন ১৬। সৌম্য ১৩ বলে ৭ রান।  

বৃষ্টি বিরতির পর ফিরলেন তানজিদ

লিটনের দ্রুত বিদায়ের পর মাঠে নামেন তানজিদ হাসান। তার পর কিছু সময়ের বৃষ্টিতে বন্ধ থাকে খেলা। ফের খেলা শুরু হলে টেকেননি নতুন ব্যাটার তানজিদ হাসান। আরেক স্পিনার রোস্টন চেজের ঘূর্ণিতে বোল্ড হয়েছেন তিনি। ৪ বল খেলা এই ব্যাটার টানা দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হয়েছেন। ফিরেছেন ২ রানে। আগের ম্যাচে করেছিলেন ৬।  

ওপেনিংয়ে নেমেও ব্যর্থ লিটন

গত ম্যাচে তিনে ব্যাট করা লিটন দাস এদিন সৌম্য সরকারের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন। কিন্তু টানা দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হয়েছেন তিনি। তৃতীয় ওভারে আকিল হোসেনের বলে এগিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পড হয়েছেন মাত্র ৩ রানে। তাতে ৮ রানে প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ। 

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ 

ক্যারিবিয়ানে ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। উল্টো হোয়াইটওয়াশ হয়েছে। তবে টি-টোয়েন্টিতে জয়ে শুরু করেছে সফরকারীরা। সিরিজ নিশ্চিতের লড়াইয়ে অবশ্য টসভাগ্য সহায় হয়নি। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টস হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যাওয়া সফরকারীদের শুরুতে ব্যাটিংয়ে পাঠিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। 

টস হেরেও অধিনায়ক লিটন দাস বলেছেন, শুরুতে ব্যাট করতে পেরেও আনন্দিত তিনি। গত ম্যাচের অভিজ্ঞতাই এক্ষেত্রে সামনে এনেছেন। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল অবশ্য টস জিতে বলেছেন, গত ম্যাচের চেয়েও উইকেট ভালো মনে হয়েছে তার কাছে। প্রথম টি-টোয়েন্টি ৭ রানে জেতা বাংলাদেশ সেদিনও টস হেরে ব্যাট করেছিল। 

একাদশে কারা

প্রথম ম্যাচ জিতলেও বাংলাদেশ দল একাদশে একটি পরিবর্তন এনেছে। আফিফ হোসেনের জায়গায় ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজ আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছে। 

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), জাকের আলী, মেহেদী হাসান, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান, রোস্টন চেজ, আন্দ্রে ফ্লেচার (উইকেটকিপার), রোভম্যান পাওয়েল (অধিনায়ক), গুডাকেশ মোটি, আকিল হোসেন, রোমারিও শেফার্ড, আলজারি জোসেফ ও ওবেড ম্যাককয়।

 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত