Homeদেশের গণমাধ্যমেরানবন্যার ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার

রানবন্যার ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার

[ad_1]

রানবন্যার এক টি-টোয়েন্টি। দুই ইনিংস মিলিয়ে হয়েছে ৪১৬ রান। শেষ হাসি দক্ষিণ আফ্রিকার মুখে। পাকিস্তানের দেওয়া ২০৬ রানের লক্ষ্য প্রোটিয়া টপকে গেছে ৩ বল আর ৭ উইকেট হাতে রেখেই। এতে এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।

শুক্রবার সেঞ্চুরিয়ানে জোড়া আক্ষেপ পাকিস্তানের টপঅর্ডার সাইম আইয়ুবের। প্রথমত, ৫৭ বলে ৯৮ রানের হার না মানা ইনিংস খেলেও দলের হার দেখতে হয়েছে তাকে। দ্বিতীয়ত, অপরাজিত থাকলেও মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি পাননি বাঁহাতি ব্যাটার।

সেঞ্চুরি পাওয়ার দারুণ সুযোগ ছিল সাইমের। কিন্তু ইনিংসের শেষ ৯ বলে স্ট্রাইকপ্রান্তেই যেতে পারেননি তিনি । সাইমের আক্ষেপমাখা অথচ দুর্দান্ত ইনিংসকে ম্লান করেছেন দক্ষিণ আফ্রিকার রিজা হেনড্রিক্স। ৬৩ বলে ১১৭ রানের ইনিংস খেলেছেন তিনি।

টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের হয়ে শেষ দিকে ঝোড়ো ব্যাটিং করে ১৬ বলে ৩০ রান করেছেন ইরফান খান। ৪ বলে আব্বাস আফ্রিদির ১১ রানে ২০০ পার করে পাকিস্তান। এছাড়া ২০ বলে ৩১ রান করেছেন বাবর আজম। ওপেনার মোহাম্মদ রিজওয়ান ১৩ বলে ১১ রান করেন।

রিজা হাঁকান টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ১১৭ ইনিংস খেলার পথে ৭ চার ১০ ছক্কা হাঁকান তিনি। ৩৮ বলে ৬৬ রানের অপরাজিত ইনিংস খেলেন রসি ফন ডার ডুসেন। তার সঙ্গে হেনরিখ ক্লাসেন অপরাজিত ছিলেন ৮ রানে। এতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।

এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত