[ad_1]
কোথায় রাখবেন
ফ্রিজ রাখার সবচেয়ে নিরাপদ ও ভালো জায়গা হলো রান্নাঘরের এক কোণ। এতে চলাফেরার পথে ফ্রিজ যেমন কোনো বাধার সৃষ্টি করবে না, তেমনই ছোট রান্নাঘরে ফ্রিজ থাকবে হাতের কাছে। রান্নাঘরের দরজার পাশেও ফ্রিজ রাখা যেতে পারে। তবে খেয়াল রাখবেন ফ্রিজের দরজা যেন রান্নাঘরের দরজা বন্ধ না করে দেয়।
ফ্রিজের ঠিক পাশেই একটি কাউন্টার টপ থাকলে সবচেয়ে ভালো হয়। ফ্রিজে কোনো কিছু রাখতে চাইলে বা বের করতে সাহায্য করবে কাউন্টার টপ।
বর্তমান সময়ের বেশির ভাগ ফ্রিজই পানিরোধী। তবু পানির আশপাশে বৈদ্যুতিক জিনিস না রাখাই বুদ্ধিমানের কাজ। রান্নাঘর নকশার সময় চেষ্টা করবেন ফ্রিজ ও সিঙ্কের মাঝামাঝি দূরত্ব বজায় রাখতে, যাতে পানি সরাসরি ফ্রিজে না পৌঁছাতে পারে। এত সব নিয়মের বেড়াজাল দেখে প্রশ্ন করতে পারেন, তবে ফ্রিজ রাখব কীভাবে? ফ্রিজ রাখার জন্য সবচেয়ে ভালো উপায় হলো তিন কোনা পদ্ধতি।
রান্নাঘরে ফ্রিজের অবস্থান হবে এমন, যাতে সিঙ্ক, স্টোভ ও ফ্রিজের মাঝখানে একটি তিন কোনা অবস্থান তৈরি হয়। এতে চুলার গরম হাওয়া কিংবা সিঙ্কের পানি কোনোটাই ফ্রিজের গায়ে লাগবে না। হাতের কাছেই যেমন প্রয়োজনীয় উপাদান পেয়ে যাবেন, তেমনই রান্নাঘর থাকবে সুন্দর, গোছানো আর পরিষ্কার।
তথ্যসূত্র: কিচেন এইড
[ad_2]
Source link