Homeদেশের গণমাধ্যমেরাষ্ট্রপতিকে সরানোর প্রক্রিয়া নিয়ে ভিন্ন ভিন্ন মত

রাষ্ট্রপতিকে সরানোর প্রক্রিয়া নিয়ে ভিন্ন ভিন্ন মত

[ad_1]

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিদলের সঙ্গে গণ অধিকার পরিষদের একাংশের বৈঠক হয় গতকাল বিকেলে। সেই বৈঠকের পর দলটির সদস্যসচিব ফারুক হাসান সাংবাদিকদের বলেন, ‘রাষ্ট্রপতির অপসারণের বিষয়ে আমরা শতভাগ একমত হয়েছি।’ তিনি আরও বলেন, গণ অধিকার পরিষদের এই অংশ জাতীয় ঐকমত্যের ভিত্তিতে বর্তমান রাষ্ট্রপতিকে অবিলম্বে অপসারণের পক্ষে মত দিয়েছেন। বাহাত্তরের সংবিধান বাতিল করে নতুন সংবিধান রচনার বিষয়েও তাঁরা একমত পোষণ করেছেন।

বৈঠকে গণ অধিকার পরিষদের এই অংশের প্রধান উপদেষ্টা রেজা কিবরিয়া, আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, উচ্চতর পরিষদের সদস্য শিরিন আক্তারসহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

গতকাল দলগুলোর সঙ্গে তিনটি বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখপাত্র সামান্তা শারমিন, পলিটিক্যাল অ্যাফেয়ার সেক্রেটারি আরিফুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সদস্যসচিব আরিফ সোহেল, মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

গত পাঁচ দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি বিএনপি, জামায়াতে ইসলামীসহ ছয়টি দল ও দুটি জোটের নেতাদের সঙ্গে আলোচনা করল। তারা এ আলোচনা অব্যাহত রাখার কথা বলেছে।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত