Homeদেশের গণমাধ্যমেরাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম

রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম

[ad_1]

অবসরপ্রাপ্ত যুগ্মসচিব মো. সরওয়ার আলমকে রাষ্ট্রপতির নতুন প্রেস সচিব নিয়োগ দেওয়া হয়েছে। সচিব পদমর্যাদায় তাকে দুই বছরের জন্য চুক্তিতে এ নিয়োগ দেওয়া হয়। সোমবার (২৩ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ধারা-৪৯ অনুযায়ী অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এ নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে সরওয়ার আলমের চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এর আগে তিনি একাধিক সরকার প্রধানের উপপ্রেস সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাসহ বিভিন্ন গুরুত্ব পদে দায়িত্ব পালন করেন। তবে বিগত ১৫ বছর ধরে বৈষম্যের শিকার হন সরকারের অত্যন্ত মেধাবী এই কর্মকর্তা। তিনি মতিঝিল আইডিয়াল কলেজ, নটর ডেম কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে প্রথম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত