[ad_1]
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ইছাখালী এলাকায় ট্রেনের ধাক্কায় মো. শাহীন (১৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ মে) দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামা আব্দুর রব বলেন, আমার ভাগিনা ইছাখালী ফখরুদ্দিন ফ্যাক্টরিতে কাজ করতো। রাতে কাজ শেষ করে বাসায় ফেরার পথে ইসাখালি গাজী ব্রিজ এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, শাহিনের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানায়। রূপগঞ্জের ইছাখালী এলাকায় বসবাস করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানায় জানানো হয়েছে।
এমআরএম/জেআইএম
[ad_2]
Source link