Homeদেশের গণমাধ্যমেরূপপুরে চারতলা ভবন থেকে পড়ে রুশ নারীর মৃত্যু

রূপপুরে চারতলা ভবন থেকে পড়ে রুশ নারীর মৃত্যু

[ad_1]


পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৫, ৪ জানুয়ারি ২০২৫  

রূপপুরে চারতলা ভবন থেকে পড়ে রুশ নারীর মৃত্যু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের আবাসিক গ্রিনসিটি (ফাইল ফটো)


পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের আবাসিক গ্রিনসিটির চারতলা ভবন থেকে পড়ে এক রাশিয়ান নারী কর্মীর মৃত্যু হয়েছে। 

শনিবার (৪ জানুয়ারি) ভোর ৪টায় গ্রিনসিটির ৯ নম্বর বিল্ডিং এর ৪২ নং ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশিয়ান নাগরিক POSHTARUK KSENIIA  রূপপুর প্রকল্পের Smu-1 কোম্পানিতে কর্মরত ছিলেন। 

এদিকে ঘটনার পর গ্রিনসিটির দায়িত্বরত চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় গ্রিনসিটি এলাকা পরিদর্শন করেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম। 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নিহত রুশ নাগরিক এবং তার স্বামীর মধ্যে কথা কাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রিনসিটির সিকিউরিটি সদস্যরা নিয়ে গেছেন।

ওসি আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যা না আত্মহত্যা সেটি ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।

ঢাকা/শাহীন/টিপু 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত