[ad_1]
নুহাশ জানালেন, রেইনড্যান্সের মনোনয়নের খবর বেশ আগেই জেনেছেন। উৎসবে অংশগ্রহণ করবেন কি না, জানতে চাইলে নুহাশ বলেন, ‘এই উৎসবের একই সময়ে বেশ কিছু উৎসবের আয়োজন রয়েছে। সেখানে যুক্তরাজ্যে অংশ নিতে পারব কি না, বলতে পারছি না। তবে মনোনয়নে খুশি হয়েছি।’
এদিকে ‘সাবা’ দিয়ে প্রথম সিনেমার পরিচালক হিসেবে মাকসুদ হোসাইনের মনোনয়নের পাশাপাশি ডিসকভারি অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছে সিনেমাটি। পরিচালক মাকসুদ হোসাইন বলেন, ‘আমাদের “সাবা”র জার্নি দীর্ঘ সময় ধরেই চলছে। সেখানে রেইনড্যান্সের খবরটি বেশ ভালো লাগার। গুরুত্বপূর্ণ সব সিনেমার সঙ্গে আমাদের সিনেমাটি প্রতিযোগিতা করবে। এটা আমাদের জন্য সম্মানের। দর্শক ও সমালোচকদের সঙ্গে নতুন অভিজ্ঞতার অপেক্ষায় রয়েছি।’
[ad_2]
Source link