[ad_1]
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অটোরিকশাচালকের সঙ্গে বাগবিতণ্ডার জেরে রেগে গিয়ে ফাঁকা গুলি ছোড়ার পর অস্ত্রসহ আটক হয়েছেন সাবেক সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল।
রবিবার (১৭ নভেম্বর) বিকালে চুনারুঘাট পৌরসভার পাকুড়িয়া খোয়াই নদী সংলগ্ন ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাকুড়িয়া খোয়াই নদী সংলগ্ন ব্রিজের কাছে যানজটে আটকা পড়েন সাবেক সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল। এ সময় স্থানীয় এক অটোরিকশাচালকের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এতে রেগে গিয়ে ব্যক্তিগত পিস্তল বের করে ফাঁকা দুটি গুলি ছোড়েন তিনি। তাৎক্ষণিক ওই স্থানে জনতা জড়ো হয়ে তাকে আটক করেন। পরে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বলেন, তাৎক্ষণিকভাবে নিজেকে সাবেক মেজর বলে পরিচয় দেন রানা মোহাম্মদ সোহেল। পরবর্তী সময়ে খোঁজ নিয়ে জানা যায়, তিনি সাবেক সংসদ সদস্য ও সাবেক সেনা কর্মকর্তা। নীলফামারী-৩ আসন থেকে নির্বাচিত একাদশ জাতীয় সংসদের সদস্য। তিনি জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য এবং নীলফামারী জেলা শাখার সহসভাপতি।
[ad_2]
Source link