Homeদেশের গণমাধ্যমেরেমিট্যান্স যোদ্ধাদের সম্মান জানাতে মালয়েশিয়া যাচ্ছেন শাকিব খান

রেমিট্যান্স যোদ্ধাদের সম্মান জানাতে মালয়েশিয়া যাচ্ছেন শাকিব খান

[ad_1]

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে কুয়ালালামপুরে বসতে যাচ্ছে রিয়েল হিরোস অ্যাওয়ার্ড ২০২৪ সিজন থ্রি। রোববার ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এ অনুষ্ঠানে যোগ দিতে মালয়েশিয়া যাচ্ছেন ঢালিউড কিং শাকিব খান।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) কুয়ালালামপুরের পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে এর আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজক প্রতিষ্ঠান রিয়েল হিরোস এক্সপো অ্যান্ড কমিউনিকেশন ও গ্রুস ইভেন্ট এর পরিচালক ইফতারুল ইসলাম আনি।

শাকিব খান ছাড়াও এ অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি, প্রিয়াঙ্কা জামান, মিম চৌধুরী, ক্লোজআপ ১-এর জনপ্রিয় শিল্পী পুলক অধিকারী, কাজল আরিফ ও আসিয়া ইসলাম দোলা।

অনুষ্ঠানে যোগ দিতে ইতোমধ্যে ভিডিও বার্তার মাধ্যমে দর্শকদের আহ্বান জানিয়েছেন বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিবখানসহ অন্য শিল্পিরা। আয়োজকদের পক্ষ থেকেও অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আয়োজকেরা জানান, এ অনুষ্ঠানে যোগ দিতে আসা শিল্পীদের ইতোমধ্যে মালয়েশিয়া আসার সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কুয়ালালামপুরের টুইনটাওয়ার সংলগ্ন উইসমা এমসিএর সুবিশাল অডিটোরিয়ামে বিকাল ৩ টা থেকে শুরু করে রাত ১০ টা পর্যন্ত চলবে এ আয়োজন। আমন্ত্রিত অতিথিদের বাইরে সাধারন দর্শকরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন এ অনুষ্ঠানে। তবে প্রবেশ নিশ্চিত করতে আগে থেকে বারকোডের মাধ্যমে নিবন্ধন করতে হবে, অনুষ্ঠানের দিনেও থাকবে সে সুযোগ।

উল্লেখ্য, এটি রিয়েল হিরো অ্যাওয়ার্ডের তৃতীয় আসর। এর আগে প্রথম ও দ্বিতীয় আসর সফলভাবে সম্পন্ন হয় দুবাইয়ে। এবারই প্রথম মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে অনুষ্ঠানটি।

এ অনুষ্ঠানে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উদ্বুদ্ধ করা হবে প্রবাসীদের। সেই সঙ্গে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো প্রবাসীর হাতে তুলে দেওয়া হবে রিয়েল হিরোস অ্যাওয়ার্ড। এ ছাড়া যারা বিভিন্ন খাতে অবদান রেখে দেশের অর্থনীতির চাকা গতিশীল রেখেছেন, তাদেরও সম্মানিত করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান, পাশা খান, তালেব মোল্লা ও আসাদুজ্জামান মাসুম।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত