Homeদেশের গণমাধ্যমেরোজার নাচের মুদ্রায় জীবন কাটাতে চান তাহসান!

রোজার নাচের মুদ্রায় জীবন কাটাতে চান তাহসান!

[ad_1]

সিঙ্গেল লাইফের অবসান ঘটিয়ে অবশেষে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। পাত্রী যুক্তরাষ্ট্রে পড়াশুনা করা রূপসজ্জাকর (মেকআপ আর্টিস্ট) রোজা আহমেদ।

এই খবর অবশ্য তাহসানের মুখ থেকে এখনও প্রকাশ হয়নি। যদিও দিনভর (শনিবার) এ নিয়ে জল্পনা চলেছে তাদের হলুদসন্ধ্যা থেকে ফাঁস হওয়া কিছু ছবি ধরে। অবশেষে সন্ধ্যায় তাহসান খান জানান দিলেন। যদিও সেটা মুখফুটে নয়, বরং আশ্রয় নিলেন গানের।

রোজার সঙ্গে নিজের একটি ‘বর-কনে’ ঘরানার ছবি ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করে তাহসান লিখেছেন-

‘কোনও এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে

আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?

যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন

ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’

ভাইরাল হওয়া হলুদের ছবি (মাঝে) গানের চরণে স্পষ্ট, তাহসান চাইছেন তার তোলা পিয়ানোর ছন্দের তালে রোজার নাচের মুদ্রায় বাকিটা জীবন পার করতে চান আনন্দে। সঙ্গে ছবিটিও প্রমাণ করছে, বিয়ের সানাই বেজেছে ততক্ষণে।

পোস্টের নিচে মন্তব্য করেছেন তাহসানের ভক্ত-অনুরাগীরা। এক ভক্ত লিখেছেন, ‘পারফেক্ট তাহসান ভাই! এমন ভালো কাউকে খুব দরকার ছিল। লাইফ কালারফুল হোক।’ আরেকজন লিখেছেন, ‘অভিনন্দন! সুখ ছুঁয়ে যাক দাম্পত্যে।’ তাহসানের আরেক ভক্ত মন্তব্য করেছেন, ‘দুজন মিলে খুব ভালো থাকুন। অনেক অনেক ভালোবাসা।’

এই পোস্ট দেয়ার ৪৫ মিনিটের মাথায় শেয়ার হয়েছে ৪৩ হাজার আর মন্তব্য পড়েছে প্রায় ৬৮ হাজার! যা রীতিমতো অবিশ্বাস্য।

অনুমান করা যাচ্ছে, বিয়ের পুরো গল্পটি ক্রমশ প্রকাশ্য।

বলা দরকার, তাহসান খানের প্রাক্তন স্ত্রী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। লম্বা প্রেমের পর ২০০৬ সালের ৭ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। ২০১৩ সালের ৩০ জুলাই কন্যাসন্তান আইরার মা–বাবা হন। ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তারা।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত