Homeদেশের গণমাধ্যমেরোনালদোকে দলে ভেড়াতে চায় ব্রাজিলিয়ান ক্লাব

রোনালদোকে দলে ভেড়াতে চায় ব্রাজিলিয়ান ক্লাব

[ad_1]

পর্তুগিজ সুপারস্টার এবং বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ার নিয়ে নতুন গুঞ্জন উঠেছে। এবার এক চমকপ্রদ দাবি করেছে ব্রাজিলের ক্লাব পোর্তুগেসা, যারা ২০২৬ সালে রোনালদোকে দলে টানার উচ্চাভিলাষী পরিকল্পনার কথা জানিয়েছে। ক্লাবের সভাপতি অ্যালেক্স বুরজোয়া সরাসরি জানিয়েছেন, তারা পর্তুগীজ সুপারস্টারের জন্য চেষ্টা চালাবেন।

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বুরজোয়া বলেন,

‘পর্তুগিজ সম্প্রদায়ের গর্ব পুনরুদ্ধারের জন্যই আমরা নানিকে দলে টানতে চেয়েছিলাম। এখন আমরা ২০২৬ সালের পাউলিস্তাও প্রতিযোগিতার জন্য একজন গ্রেট পর্তুগীজ খেলোয়াড়কে আনার পরিকল্পনা করছি।’

তারপরই আসে সবচেয়ে বড় ঘোষণা –

‘তিনি (রোনালদো) পর্তুগালের সর্বকালের সেরা, বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা। তাকে দলে টানার বিষয়টি অসম্ভব হলেও আমরা চেষ্টা করবো, আলোচনা করবো।’

রোনালদোর বর্তমান চুক্তি ২০২৫ সালের গ্রীষ্মে শেষ হচ্ছে। যদিও তাকে ইউরোপের কোনো বড় লিগে ফেরানোর গুঞ্জন মাঝেমধ্যেই উঠে, বাস্তবতা বলছে সৌদি ক্লাব আল-নাসরের সঙ্গেই তার নতুন চুক্তির সম্ভাবনা বেশি।

শোনা যাচ্ছে, নতুন চুক্তিতে তার বার্ষিক আয় হতে পারে ১৮৩ মিলিয়ন ইউরো (£১৫৪ মিলিয়ন / $১৮৮ মিলিয়ন), যা তাকে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করবে।

রোনালদোকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ইরান সফরকারী স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে তিনি ৭ মার্চ সৌদি প্রো লিগে আল-শাবাবের বিপক্ষে মাঠে ফিরবেন।

তবে ৪০ বছর বয়সেও মাঠে দাপট ধরে রাখা রোনালদো কি ব্রাজিলে নতুন চ্যালেঞ্জ নিতে রাজি হবেন, নাকি সৌদি আরবেই নতুন ইতিহাস গড়বেন? সময়ই বলে দেবে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত