Homeদেশের গণমাধ্যমেরোহিঙ্গা ক্যাম্পের জন্য আনা অস্ত্রের চালানসহ দম্পতি আটক

রোহিঙ্গা ক্যাম্পের জন্য আনা অস্ত্রের চালানসহ দম্পতি আটক

[ad_1]

রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহের জন্য কক্সবাজার শহরে আনা দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রের একটি চালানসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) রাতে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ৬ নম্বর জেটিঘাট এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রের এ চালান জব্দ করা হয় বলে জানিয়েছেন পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।

আটকরা হলেন, টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুরান পল্লান পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩২) ও তার স্ত্রী খুরশিদা আক্তার (২৬)।

পুলিশ সুপার রহমত উল্লাহ বলেন, সোমবার সন্ধ্যায় মহেশখালী থেকে স্পিডবোটযোগে সংঘবদ্ধ অপরাধী চক্রের কিছু সদস্য অস্ত্রের চালান নিয়ে আসছে, এমন খবর পায় পুলিশ। এ তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক প্রতুল কুমার শীলের নেতৃত্বে পুলিশের একটি টিম পৌরসভার ২নং ওয়ার্ডের ৬নং জেটি এলাকায় অভিযান চালায়।

এ সময় সন্দেহজনক একটি স্পিডবোট বাঁকখালী নদীর ৬ নম্বর জেটিঘাট এলাকায় পৌঁছালে বোটটি থামিয়ে তল্লাশি করা হয়। স্পিডবোটে পাশাপাশি সিটে বসা দুইজন নারী-পুরুষের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভেতরে দেশীয় তৈরি বিভিন্ন আকারের ৪টি বন্দুক পাওয়া যায়। পরে তাদের আটক করা হয়।

এসপি রহমত উল্লাহ আরও বলেন, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, উদ্ধার হওয়া অস্ত্রের চালান তারা মহেশখালীর অস্ত্র কারখানা থেকে সংগ্রহ করেছে। আর এসব অস্ত্র টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহের জন্য নিয়ে যাচ্ছিল। তাদের গ্রেফতার দেখিয়ে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও উল্লেখ করেন তিনি।

সায়ীদ আলমগীর/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত