Homeদেশের গণমাধ্যমেরোহিত-কোহলিদের নিয়ে যে কঠোর পদক্ষেপ নিলো বিসিসিআই 

রোহিত-কোহলিদের নিয়ে যে কঠোর পদক্ষেপ নিলো বিসিসিআই 

[ad_1]

ক্রিকেটারদের বিদেশ সফরে পরিবারের সদস্যদের সঙ্গে নেওয়া নতুন নয়। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবার বিষয়টিতে কঠোর হতে যাচ্ছে। শুধু কি তাই? সুযোগ সুবিধা কমিয়ে দেওয়ার পথেও হাঁটছে তারা। যেমন অনুশীলন  ও ম্যাচের সময় আলাদা যানবাহনের সুবিধাও কেড়ে নেওয়া হচ্ছে! 

কড়া সেই প্রটোকলে কোনও সফর যদি ৪৫ দিন বা তার বেশি হয়। সেক্ষেত্রে সঙ্গী, সন্তান ক্রিকেটারের সঙ্গে ১৪ দিনের বেশি থাকতে পারবে না। আর প্রথম দুই সপ্তাহে তো অবশ্যই থাকা যাবে না। সংক্ষিপ্ত সফরে পরিবার সর্বোচ্চ এক সপ্তাহ পর্যন্ত থাকতে পারবে। 

অবশ্য এই ধরনের প্রটোকল আগেও ছিল। কিন্তু করোনাকালে সেই প্রটোকল শিথিল করা হয়েছিল। যাতে জৈববলয়ে ক্রিকেটাররা পরিবারের সান্নিধ্যে মানসিক ভাবে চাঙা থাকতে পারেন। 

অস্ট্রেলিয়া সফরের পর ভারতের অধিনায়ক রোহিত শর্মা, হেড কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগারকার বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন শনিবার। সেখানেই পুরোনো প্রটোকলে ফিরে যাওয়ার ব্যাপারে জানানো হয় তাদের। সেখানে আরও জানানো হয়, সব খেলোয়াড়কে এখন থেকে টিম বাসে যাতায়াত করতে হবে। আগে আলাদা যানবাহনের সুবিধা থাকায় সাবেক অনেকেই এসবের সমালোচনা করেছিলেন।  

সাধারণত সফরে পরিবারের থাকার খরচ বহন করে থাকে বিসিসিআই। কিন্তু সফরে যাওয়ার খরচের ভার বহন করা হয় না। এই প্রটোকলের বেলাতেও কোনও পরিবর্তন আসছে না। 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত