[ad_1]
এলাকাবাসী ও দলীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার পর্যন্ত উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট ও বাবুরহাটে সংঘর্ষে জড়ান বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীরা। এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. ফারুক কবিরাজ এবং অপর পক্ষের নেতৃত্ব দিচ্ছেন রায়পুর উপজেলা কৃষক দলের সদস্যসচিব জি এম শামীম। এতে শফিক রহমান রাঢ়ী, রাসেল রাঢ়ী, আবু ইউছুফ, তাহমিনা বেগম, লিটন রাঢ়ী, গণি রাঢ়ী, মিজান খান, কবির হোসেনসহ ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সংঘর্ষ চলাকালে দলীয় কার্যালয়, দোকান, বসতবাড়ি ভাঙচুর ও দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ বিষয়ে উপজেলা কৃষক দলের সদস্যসচিব জি এম শামীম বলেন, ‘বিগত দিনে যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল, তাদের বিএনপিতে প্রতিষ্ঠিত করতে চাইছেন ফারুক কবিরাজ। এতে আমি আপত্তি জানাই। এ নিয়ে আমার সঙ্গে তাঁর বিরোধ চলছে। দুই দিন ধরে হামলা চালিয়ে আমার দুটি ব্যবসাপ্রতিষ্ঠানের মাছ ও টাকা লুট করে নিয়ে গেছেন তাঁরা। চারটি বাড়িও ভাঙচুর করা হয়েছে।’
[ad_2]
Source link