Homeদেশের গণমাধ্যমেলক্ষ্মীপুরে ছাত্রদলের প্রতিবাদ মিছিল | কালবেলা

লক্ষ্মীপুরে ছাত্রদলের প্রতিবাদ মিছিল | কালবেলা

[ad_1]

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট সব অপরাধীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে লক্ষ্মীপুরে প্রতিবাদ মিছিল করেছে ছাত্রদল।

রোববার (১০ নভেম্বর) দুপুর ১২ টার দিকে শহরের সামাদ মোড় থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহনী শহিদ আফনান চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় তারা ‘ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও, জ্বালো রে জ্বালো আগুন জ্বালো, আওয়ামী লীগের দালাররা হুঁশিয়ার সাবধান, আমার সোনার বাংলায় শেখ হাসিনার ঠাঁই নাই, দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা, ছাত্রদল আসছে রাজপথ কাঁপছে, আমার ভাই মরল কেন? খুনি হাসিনার ফাঁসি চাই, হৈহৈ রৈরৈ ছাত্রলীগ গেল কই’ ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম রাজন, সাংগঠনিক সম্পাদক রেজাউল হোসেন আকবর প্রমুখ।

এ সময় বক্তারা বলেন ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন। এদের সঙ্গে যারাই সংশ্লিষ্ট ছিল বা রয়েছে সবাই অপরাধী। তাই এসব অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত