[ad_1]
পুরস্কারের খবর এক ভিডিও বার্তায় জানিয়েছেন ক্ষত্রিয় করণী সেনার জাতীয় সভাপতি রাজ শেখাওয়াত। নবভারত টাইমস সেই খবর জানিয়ে বলেছে, রাজ শেখাওয়াত বলেছেন, মানুষের নিরাপত্তার জন্যই লরেন্সকে মেরে ফেলা উচিত। যে পুলিশ কর্মকর্তা তা করবেন, তাঁকে ওই টাকা পুরস্কার দেওয়া হবে।
শেখাওয়াত ওই ভিডিও বার্তায় কেন্দ্র ও গুজরাট সরকারের নিন্দা করে বলেছেন, লরেন্সের মতো সাংঘাতিক এক খুনিকে সামলাতে দুই সরকারই ব্যর্থ। তাই যিনি বা যাঁরা লরেন্সেকে খতম করতে পারবেন, করণী সেনা তাঁকে বা তাঁদের পুরস্কৃত করবে। তিনি আরও বলেন, করণী সেনার সাবেক প্রধান সুখদেব সিং গোগামেদিকে ২০২৩ সালের ৫ ডিসেম্বর লরেন্সই খুন করিয়েছিলেন। খুনের কয়েক ঘণ্টার মধ্যেই বিষ্ণোই গ্যাং সেই দায়ভার নিয়েছিল।
[ad_2]
Source link