Homeদেশের গণমাধ্যমেলাহোরের একাদশে সাকিব নেই কেন

লাহোরের একাদশে সাকিব নেই কেন

[ad_1]

সিকান্দার রাজাকেই ‘পাখি’ সম্বোধন করে আজ সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে লাহোর কালান্দার্স। ভিডিওতে দেখা যাচ্ছে, লাগেজটা ফ্র্যাঞ্চাইজিটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকা একজনের হাতে ধরিয়ে দিয়ে তাড়াহুড়ো করে বের হচ্ছেন জিম্বাবুয়ের এই অলরাউন্ডার। গন্তব্য লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। পাখিও হয়তো এত দ্রুত উড়ে আসতে পারত না!

সিকান্দার রাজার কারণেই কপাল পুড়েছে সাকিব আল হাসানের। রাজা দলে ফেরায় ফাইনালে লাহোরে একাদশে জায়গা হয়নি বাংলাদেশের অলরাউন্ডারের। তবে সাকিব না থাকলেও আরেক বাংলাদেশি অলরাউন্ডার রিশাদ হোসেন একাদশে জায়গা ধরে রেখেছেন। এদিকে আজও একাদশে না থাকায় পিএসএলে এ বছর খেলা হচ্ছে না মেহেদী হাসান মিরাজের। ফলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেকের অপেক্ষা আরও বাড়ছে তাঁর।

অথচ এই ম্যাচে সিকান্দার রাজার খেলারই কথা ছিল না। গত সপ্তাহে পিএসএলকে বিদায় বলে ইংল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচ খেলতে যোগ দিয়েছিলেন জাতীয় দল জিম্বাবুয়েতে। নটিংহামে চার দিনের টেস্ট শেষ হওয়ার কথা ছিল আজ। কিন্তু জিম্বাবুয়ে গতকালই ইনিংস ব্যবধানে হেরে গেছে।

বাংলাদেশ সময় কাল রাতেও জিম্বাবুয়ে দলের সঙ্গে নটিংহামে ছিলেন রাজা। কিন্তু জিম্বাবুয়ের হারের খবর লাহোর কালান্দার্স মালিকের কানে পৌঁছাতেই তাঁকে পিএসএলের ফাইনালে পেতে বিশেষ বিমান পাঠিয়েছিলেন। সেই বিমানেই লন্ডন থেকে লাহোরে এসে পৌঁছেছেন রাজা।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত