Homeদেশের গণমাধ্যমেলিটনকে বাদ দেওয়ার যে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

লিটনকে বাদ দেওয়ার যে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

[ad_1]

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা হয়নি লিটন দাসের। ওয়ানডেতে অফ ফর্মের খেসারত দিতে হয়েছে দল থেকে বাদ পড়ে।

দলে কেন নেই লিটন? রোববার (১২ জানুয়ারি) দুপুরে দল ঘোষণার পর সেই ব্যাখাও দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

“দেখুন লিটন আউট অফ ফর্ম। প্রথমত তিনি দীর্ঘদিন ধরে এই ফরম্যাটে রানের তীব্র খরায় ভুগছেন। আউটে প্যার্টানগুলো অনেকটা একইরকম।”

রান না পাওয়া থেকেও লিটনের আউটের ধরন ভালো লাগেনি নির্বাচকদের। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংবান্ধব উইকেটে যেভাবে বারবার আউট হয়েছেন সেটা ছিল দৃষ্টিকটু।

বাদ দেওয়ার ব্যাখ্যায় প্রধান নির্বাচক বিষয়গুলো তুলে ধরেছেন, “সাদা বলের ক্রিকেটে পাওয়ার প্লে’তে যে ধরনের সুবিধা নেওয়ার কথা, সেখানে আপনি দেখবেন ওয়েস্ট ইন্ডিজে তিনশর বেশি রান হয়েছে; সেসব ম্যাচে ক্রিজে নিজেকে সেট করতে পারছেন না। অতিরিক্ত চাপ নিচ্ছে। এরপরও আমরা অনেকগুলো ম্যাচে তাকে সুযোগ দিয়েছি। এসব কারণেই তাকে রাখা হয়নি।”

ওয়েস্ট ইন্ডিজে প্রথম দুই ম্যাচে ৪ ও ০ রানে আউট হওয়ার পর বাদ পড়েন তৃতীয় ওয়ানডেতে। এরপর টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচই খেলান হয় তাকে। সেখানেও লিটন ছিলেন ব্যর্থ। তিন ম্যাচে রান আসে যথাক্রমে ০, ১৩ ও ১৪।

২০২৪ সালে ৫টি ওয়ানডেতে লিটন রান করেন মাত্র ৬টি। ৩ বার আউট হয়েছেন শূন্যরানে। সবশেষ ৭ ম্যাচে দুই অঙ্কের ঘর পার হতে পারেননি। সবশেষ ফিফটি ২০২৩ এর বিশ্বকাপে, ১৪ ম্যাচ আগে। সবশেষ সেঞ্চুরি পেয়েছেন আরও তিন বছর আগে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে।

তবে লিটন বাদ পড়লেও তার উপর আস্থা হারাচ্ছে না নির্বাচকরা, “দেখুন সে বাদ পড়া মানেই একেবারে ক্রিকেট থেকে আউট না। সাময়িকভাবে হয়ত রানে নেই কিন্তু তার মেধা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। আমরা তার ওপর আস্থা হারাচ্ছি না। অনেক সময় এই ধরনের সময়গুলোতে ক্রিকেটারদের সময় দেওয়া উচিত। আমরাও সেটা করেছি।”



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত