Homeদেশের গণমাধ্যমেলিটন তবু বললেন, ‘দিনটা ছিল আমার’

লিটন তবু বললেন, ‘দিনটা ছিল আমার’

[ad_1]

দল থেকে বাদ পড়ার দিনই লিটনের অবিস্মরণীয় ইনিংসের পর ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে লিটনই ছিলেন সবচেয়ে কাঙ্ক্ষিত। সমান্তরালে এই ধারণাও ছিল যে ঠিক একই কারণে সংবাদ সম্মেলনে না–ও আসতে পারেন তিনি। ক্ষোভ ও আনন্দে মিলেমিশে একাকার হয়ে যাওয়া আবেগময় দিন শেষে আবার কী বলতে কী বলে ফেলেন! সাতপাঁচ ভেবে লিটন হয়তো নিজেকে ‘সেলফ সেন্সরশিপে’ই ফেলে দেবেন। হয়তো ঢাকা ক্যাপিটালের আরেক সেঞ্চুরিয়ান তানজিদই আসবেন সংবাদ সম্মেলনে।

কিন্তু না, সবাইকে বিস্ময় উপহার দিয়ে লিটনই এলেন এবং আরও বিস্ময়কর ব্যাপার, একটু আগে যে তাণ্ডুবে ব্যাটিংটা তিনি করে এসেছেন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের মাঠে, এখানে ঠিক তার বিপরীত, বিনয়ী। দল থেকে বাদ পড়া নিয়ে কোনো প্রতিবাদ নেই, কোনো ক্ষোভ নেই। এ প্রসঙ্গে একেবারেই নির্লিপ্ত।

ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিতে গিয়ে লিটন বলেছেন, আজ দিনটাই নাকি ছিল তাঁর! এরপর সংবাদ সম্মেলনে, দিনটা কেমন গেছে প্রশ্নে সংক্ষিপ্ত উত্তর, ‘খুবই ভালো।’

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত