Homeদেশের গণমাধ্যমেলেবানন থেকে ফিরছেন আরও ১৩৩ জন

লেবানন থেকে ফিরছেন আরও ১৩৩ জন

[ad_1]

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরে আসবেন আরও ১৩৩ জন বাংলাদেশি। লেবাননের বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (২১ নভেম্বর) ও শুক্রবার (২২ নভেম্বর) দুটি ফ্লাইটে দুবাই হয়ে রাত ১১টায় তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। এর মধ্যে আগামীকাল ফিরবেন ৭৬ জন এবং শুক্রবার ফিরবেন ৫৭ জন। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, সম্পূর্ণ সরকারি ব্যয়ে এ পর্যন্ত মোট ৫১০ বাংলাদেশিকে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) স্পন্সরে ১৫১ জনকে লেবানন থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। লেবাননে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় গত ২১ অক্টোবর প্রথম দফায় ফেরত এসেছেন ৫৪ জন। ২৩ অক্টোবর দুটি ফ্লাইটে ৯৬ জন, ২৮ অক্টোবর মধ্যরাতে ৩০ জন, ২৯ অক্টোবর রাতে ৩৬ জন, ৩১ অক্টোবর ৫২ জন, ৩ নভেম্বর ৭০ জন, ৫ নভেম্বর ৩২ জনকে দেশে ফিরিয়ে আনা হয়। এছাড়া আইওএম স্পন্সর চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয় ১৫১ জনকে। সব মিলিয়ে এখন পর্যন্ত ৬৬১ জনকে লেবানন থেকে ফিরিয়ে আনা হয়েছে।

দূতাবাস জানায়, লেবাননে চলমান সাম্প্রতিক যুদ্ধাবস্থায় যেসব প্রবাসী বাংলাদেশি দেশে ফিরতে চান, তাদের সবাইকেই সরকারি খরচে দেশে আনা হবে। প্রবাসীদের মধ্যে যারা স্বেচ্ছায় দূতাবাস বরাবর দেশে ফেরার আবেদন করেছেন এবং যাদের পাসপোর্ট, আকামাসহ আবশ্যক ট্রাভেল ডকুমেন্টস প্রস্তুত রয়েছে, তাদের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে দূতাবাসের ব্যবস্থাপনায় দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত