Homeদেশের গণমাধ্যমেশরীয়তপুর-ঢাকা মহাসড়ক ফোর লেনে উন্নীতকরণ যথাসময়ে: ডিসি

শরীয়তপুর-ঢাকা মহাসড়ক ফোর লেনে উন্নীতকরণ যথাসময়ে: ডিসি

[ad_1]

নির্ধারিত সময়সীমার মধ্যেই শরীয়তপুর শহর থেকে জাজিরা নাওডোবা পদ্মা সেতুর গোলচত্বর পর্যন্ত ২৭ কিলোমিটার মহাসড়কটির কাজ শেষ হওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন ও সড়ক বিভাগ।

সোমবার (২ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সড়কটির বিভিন্ন স্থানে চলমান জায়গায় কাজের অগ্রগতি দেখাশোনা শেষে সাংবাদিকদের এ কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন।

শরীয়তপুর-ঢাকা মহাসড়ক ফোর লেনে উন্নীতকরণ যথাসময়ে: ডিসি

জেলার সড়ক ও জনপদ বিভাগ সূত্র জানায়, ২০২১-২২ অর্থবছরে এক হাজার ৬৮২ কোটি টাকা ব্যয়ে তিনটি প্যাকেজে শরীয়তপুর জেলা শহর থেকে পদ্মা সেতুর গোলচত্বর পর্যন্ত ২৭ কিলোমিটার সড়কটির টেন্ডার দেয় শরীয়তপুর সড়ক বিভাগ। শরীয়তপুর সদর থেকে জাজিরা টিঅ্যান্ডটি পর্যন্ত একটি অংশের সাড়ে ১৩ কিলোমিটার সড়কের কাজ এগিয়ে গেলেও ধীরগতি ছিল টিঅ্যান্ডটি মোড় থেকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে পর্যন্ত বাকি সাড়ে ১৩ কিলোমিটার অংশের কাজ। এতে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন ঢাকাগামী যাত্রীরা।

তিনটি প্রকল্পে দুই দফা কাজের মেয়াদ শেষে মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের জুন পর্যন্ত করা হয়। বর্তমানে প্রথম প্যাকেজের কাজ শেষ হয়েছে ৮৫ শতাংশ, দ্বিতীয়টির ৭০ শতাংশ এবং তৃতীয়টির ৩৫ শতাংশ।

শরীয়তপুর-ঢাকা মহাসড়ক ফোর লেনে উন্নীতকরণ যথাসময়ে: ডিসি

জেলার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাবিল হোসেন বলেন, ‘শরীয়তপুর নাওডোবা পদ্মা সেতু প্রকল্পের সড়কটিতে ভূমি জটিলতার কারণে কাজের একটু সমস্যা ছিল। এখন সেই সমস্যাগুলো কেটে গেছে। আরেকটি প্যাকেজের কাজের ওয়ার্ক অর্ডার দেরিতে পাওয়ায় একটু ধীরগতি হয়েছে। বর্তমানে ঠিকাদার অ্যাক্টিভ আছেন। আশা করছি প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের জুনের আগেই শেষ হবে।’

এ বিষয়ে শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, শরীয়তপুর নাওডোবা পদ্মা সেতু সড়কটি জেলার লাইফ লাইন। দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিলতায় কারণে সড়কটি নির্মাণে দেরি হওয়ায় মানুষের দুর্ভোগ হচ্ছিল। বর্তমানে আমরা সেই দুর্ভোগ লাঘবের বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চিন্তা করছি। আশা করছি খুব শিগগির কাজটি শেষ করা হবে।

বিধান মজুমদার অনি/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত