[ad_1]
ফেসবুক মেমোরিতে ফিরে আসা এই দিনের পুরোনো পোস্টগুলো যেমন নস্টালজিক করে তোলে, ক্রিকইনফোর ‘অন দিস ডে’ বিভাগটাও তা–ই। আজকের দিনে, বলা ভালো আজকের তারিখে ক্রিকেট ইতিহাসে কোন বছর স্মরণীয় কী ঘটেছিল, সেসবে চোখ বুলানো একরকম প্রাত্যহিক অভ্যাসই বলতে পারেন। নস্টালজিয়ায় আক্রান্ত হওয়ার ব্যাপারটা অবশ্য সবগুলোতে ঘটে না। শতাব্দীপ্রাচীন অনেক ঘটনাও তো থাকে সেখানে। সেসব তো পড়ে জানা। প্রত্যক্ষদর্শী হওয়ার সুযোগ সেখানে নেই। স্মৃতি থাকলে না স্মৃতিকাতর হওয়ার প্রশ্ন আসে!
তবে ‘অন দিস ডে’–তে এমন অনেক কিছুও তো থাকে, যা হয়তো মাঠে বসেই দেখেছি। অথবা টেলিভিশনের পর্দায়। আবার এর বাইরেও কিছু থাকে, যা হয়তো সরাসরি দেখিনি, কিন্তু পেশার দায় বা দায়িত্ব থেকে তা নিয়ে অনেক লিখেছি। মনে পড়ে যায় এ নিয়ে তুমুল তোলপাড়ের সেই সময়টাও।
তা আজকের ’অন দিস ডে’–তে এমন কী আছে? আছে তো অনেক কিছুই। এর মধ্যে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ হয়তো শহীদ আফ্রিদির কাণ্ডটাই। তবে বিবেচনাটা যদি হয় ‘সবচেয়ে ব্যতিক্রমী এবং সবচেয়ে মজার’, তাহলে সেটি আবার এক নম্বরে চলে আসে। সেই প্রসঙ্গটায় একটু পরে আসি। ৩১ জানুয়ারি ক্রিকেট ইতিহাসে উল্লেখযোগ্য আর কী কী ঘটেছিল, তা আগে একটু দেখি নিই।
[ad_2]
Source link