Homeদেশের গণমাধ্যমেশান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে উইন্টার ও স্প্রিং সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে উইন্টার ও স্প্রিং সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

[ad_1]

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির উইন্টার ও স্প্রিং সেমিস্টার ২০২৪ এর নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর উত্তরায় শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টেন মিনিট স্কুলের ফাউন্ডার সিইও আয়মান সাদিক।

আয়মান সাদিক বলেন, এই মুহুর্তটি আমার জন্য এক বিশেষ মুহুর্ত। কারণ আমি দাঁড়িয়ে আছি এমন এক তরুণ শক্তির সামনে যারা চাইতে পারে একটি দেশকে পরিবর্তন করতে, পারে একটি জাতিকে দুর্দশা কিংবা খাদের কিনারা থেকে বাঁচাতে। যার চাক্ষুষ প্রমাণ জুলাই ২০২৪ এ কিশোর ও তরুণদের বিপ্লবে অমানিশার অন্ধকার থেকে বাংলাদেশ নামক ভূখণ্ডের আলোতে ফিরে আসার উপাখ্যান। যার চূড়ান্ত নেতৃত্বে ছিলে তোমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। স্যালুট তোমাদেরকে এবং অভিবাদন দেশের অন্যতম সেরা ডিজাইন বিশেষায়িত শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই এ জন্যই যে, আলোকিত ক্যারিয়ার গড়ার সফরে যে বাহনে তোমরা উঠেছ, সেটা সময়ের মধ্যেই একটি গুণগত ও অর্থবহ উচ্চশিক্ষা সফর সম্পন্ন করে তোমাদেরকে সাফল্যের গন্তব্যে পৌঁছাবে নিঃসন্দেহে। অতীতে যারা শান্ত-মারিয়াম নামক এই বাহনের যাত্রী ছিলেন, যারা আজ উদ্যোক্তা কিংবা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা হিসেবে কর্মক্ষেত্র দাপিয়ে বেড়াচ্ছেন, কর্মক্ষেত্রকে এনজয় করছেন, তাদের প্রেরিত যাত্রীরাই সময়ের সেরা এই উচ্চশিক্ষা বাহনে পূর্ণোদ্যমে এগিয়ে যাচ্ছেন কর্মমুখী সৃজনশীল শিক্ষার মশাল হাতে।

হাতে কলমের মেধাভিত্তিক সৃজনশীল শিক্ষাটাই যাতে আদর্শ শিক্ষক ও উপযুক্ত পরিবেশে নিরবিচ্ছিন্নভাবে নিয়মিত তোমরা পাও, সেই আয়োজনটাই আমরা নিশ্চিত করছি। যে কারণে ইন্ডাস্ট্রি একাডেমিয়া, উন্নত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোলাবরেশন ও প্রতিনিয়ত বিভিন্ন ফ্যাক্টরি ভিজিটসহ শ্রেণিকক্ষ ও এর বাইরের বাস্তবভিত্তিক শিক্ষাকেই আমরা অধিকতর গুরুত্ব দিয়ে থাকি। এ জাতীয় সৃজনশীল শিক্ষার অলংকরণেই তোমরা এখান থেকে বের হয়ে পেশাদার দক্ষ নাগরিক তথা দেশ-বিদেশের বিখ্যাত বিভিন্ন প্রতিষ্ঠানে পদস্থ কর্মকর্তা কিংবা সফল উদ্যোক্তা হতে পারবে বলে আমাদের বিশ্বাস।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চেয়রম্যান ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডা. আহসানুল কবীর, ট্রেজারার প্রফেসর শামসুন নাহার, শান্ত-মারিয়াম হোংহে কনফুশিয়াস ক্লাসরুমের চিনা ও বাংলাদেশি পরিচালক জাংশি ফ্লিপ ও মহিউদ্দিন তাহের এবং রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমানসহ বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান ও বিশ্বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মনোমুগ্ধকর বিভিন্ন সঙ্গীত ও নৃত্যের মূর্ছনায় অনুষ্ঠান মাতিয়ে রাখেন বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ ও কালচারাল ফোরামের মেধাবী শিল্পীরা। অতঃপর র‌্যাফেল ড্র ও ধন্যবাদ জ্ঞাপণের মধ্যে দিয়ে শেষ হয় প্রায় দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠান।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত