Homeদেশের গণমাধ্যমেশাপলা গণহত্যার বিচার দাবিতে ছাত্রশিবিরের মানবপ্রাচীর

শাপলা গণহত্যার বিচার দাবিতে ছাত্রশিবিরের মানবপ্রাচীর

[ad_1]

ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা পালানোর ৮ মাস পেরিয়ে গেলেও ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে আলেমদের উপর নিষ্ঠুরতার বিচার প্রক্রিয়া শুরু হয়নি। শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার দাবিতে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে মানবপ্রাচীর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ মে) দুপুর ১২টায় রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

ছাত্রশিবিরের নেতাদের দাবি, গণহত্যার সঙ্গে সংশ্লিষ্টদের বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেয়নি সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের ৯ মাসেও স্বাধীন তদন্ত কমিশন গঠন করে নির্দেশদাতা, নেপথ্যের কারিগর এবং সরাসরি হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

মানবপ্রাচীরে অংশগ্রহণকারী বক্তারা বলেন, আমরা শাপলা চত্বর ও মোদিবিরোধী আন্দোলনে সকল হত্যাকাণ্ডের বিচার চাই। ভারতীয় ফ্যাসিবাদ ও আওয়ামী দালালদের বিচারের আওতায় আনতে হবে। দেশে ফ্যাসিস্টদের কোনো স্থান হবে না।

শাপলা চত্বরে গণহত্যার বিচারের দাবি জানিয়ে ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মসূচিতে রাতের আঁধারে অসংখ্য আলেমকে খুন করা হয়েছে। ফ্যাসিবাদী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে হত্যা সংঘটিত হলেও এখনও বিচারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এছাড়া জুলাই গণহত্যার বিচার না হওয়ায় আন্দোলনের নায়ক হাসনাত আব্দুল্লাহর ওপর যেভাবে আক্রমণ হচ্ছে তা ভয়াবহ ইঙ্গিত দেয়। এ জন্য পিলখানা হত্যাকাণ্ড, ২৮ ফেব্রুয়ারি প্রতিবাদকারীদের গুলি করে হত্যা, ২৮ অক্টোবর লগি-বৈঠার হত্যাকারীদের বিচারের মুখোমুখি করতে স্বাধীন কমিশন গঠন করার দাবি জানান তিনি।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হেলাল উদ্দিনের সঞ্চালনায় মানবপ্রাচীরে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, এইচআরএম সম্পাদক সাইদুল ইসলামসহ কেন্দ্রীয়, মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীলবৃন্দ।

এএএম/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত