Homeদেশের গণমাধ্যমেশাবিতে ‘গণহত্যায় অর্জিত স্বাধীনতা’ শীর্ষক দু’দিনব্যাপী চিত্রপ্রদর্শনী শুরু

শাবিতে ‘গণহত্যায় অর্জিত স্বাধীনতা’ শীর্ষক দু’দিনব্যাপী চিত্রপ্রদর্শনী শুরু

[ad_1]

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘গণহত্যায় অর্জিত স্বাধীনতা’ শীর্ষক দু’দিনব্যাপী চিত্রপ্রদর্শনী শুরু হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় এ চিত্রপ্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠিত হয়। শুক্রবার (২২ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে বলে জানান আয়োজকরা।

বাংলাদেশের সংগ্রামী ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাহাত জামানের উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে ১৯৭১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সংগঠিত গণহত্যা, গুম, খুন ও নিপীড়নের ঘটনাগুলোর ছবি উপস্থাপন করা হয়েছে। এসব বিষয় শিক্ষার্থীদের কাছে তুলে ধরার মাধ্যমে স্বাধীনতার প্রকৃত মূল্য ও এর পেছনের ত্যাগ সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

এই আয়োজনের বিশেষ দিক হলো ফটো এক্সিবিশন, যেখানে ১৯৬৯-এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে ২০২৪ সালের জনগণের আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত প্রদর্শিত হচ্ছে। এর পাশাপাশি কুইজ প্রতিযোগিতা, ফটো ফ্রেম সেশন এবং আলোচনা পর্ব শিক্ষার্থীদের অংশগ্রহণ ও জ্ঞান অর্জনের সুযোগ করে দিচ্ছে।

এ প্রদর্শনী সম্পন্ন করতে কাজ করছেন মোহাম্মদ মাসউদ হোসেন শিপন (রসায়ন), মাহির আসিফ (বিবিএ), এস. এম. সাখাওয়াত শাকিব নিলয় (রসায়ন), মেহেদী হাসান (পিএমই), নাইম মোরসালিন (সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং), আহাদ রহমান (গনিত), আলামিন (রসায়ন), মিঠু সরকার (সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং), কাজী জোনায়েদ (পিএসএস), হাছিবুর রহমান (পিএসএস), প্রিন্স (সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং), খালিদ সাইফুল্লাহ (এনথ্রোপলজি), তানভির রহমান (এনথ্রোপলজি), সাজ্জাদ খান (বিবিএ), ইফতেখার আহমেদ (পিএমই), হৃদয় আহসান (পিএসএস) এবং তাজুল ইসলাম (পিএসএস)।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত