Homeদেশের গণমাধ্যমেশাবিপ্রবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে শিবির

শাবিপ্রবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে শিবির

[ad_1]


শাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৭, ১৮ জানুয়ারি ২০২৫  

শাবিপ্রবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে শিবির


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য ২ লাখ টাকার শিক্ষাবৃত্তি ঘোষণা করেছে ছাত্রশিবির।

শনিবার (১৮ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের পক্ষ এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইসলামি শিক্ষা আন্দোলন ও ছাত্রসমস্যার সমাধান’ এর অংশ হিসেবে শাবিপ্রবি শাখার উদ্যোগে ‘শিক্ষাবৃত্তি ২০২৫’ শীর্ষক এ কর্মসূচি চালু করা হয়েছে। এতে এককালীন ২ হাজার টাকা করে মোট ১০০ শিক্ষার্থীকে ২ লাখ টাকা প্রদান করা হবে।

এ শিক্ষাবৃত্তির জন্য শাবিপ্রবিতে স্নাতক ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে যেসব শিক্ষার্থী অন্য কোনো সরকারি বা বেসরকারি শিক্ষাবৃত্তি গ্রহণ করেছেন, তারা আবেদন করতে পারবেন না।

আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয় ২ লাখ ৪০ হাজার টাকার বেশি হলে আবেদন অযোগ্য বিবেচিত হবে। আবেদন করতে নির্ধারিত গুগল ফর্ম পূরণ করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ জানুয়ারি।

শিক্ষাবৃত্তি বিষয়ে শাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি তারেক মনোয়ার বলেন, “এ উদ্যোগটি মেধাবী এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের কল্যাণে সবসময় কাজ করে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

ঢাকা/ইকবাল/মেহেদী



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত