[ad_1]
এ ছবির সঙ্গে শাহরুখ খানের এক বিশেষ সম্পর্ক আছে বলে জানিয়েছেন হিন্দি সিনেমার এই মহাতারকা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওতে বলিউডের বাদশাহ জানিয়েছেন, ‘এ চরিত্রের সঙ্গে নিজেকে রিলেট করা যায়। কারণ, ও (মুফাসা) দয়ালু, মজবুত, শক্তিশালী, মিষ্টি স্বভাবের আর ভীষণই পারিবারিক একজন। আমরা সবাই নিজেদের মধ্যে এই গুণগুলো দেখতে চাই।’ মজার ছলে শাহরুখ আরও বলেন, ‘আমি যখন তরুণ ছিলাম, আমার চুল “মুফাসা”র মতোই ছিল। তাই আমি নিজেকে ওর সঙ্গে মেলাতে পারি।’
[ad_2]
Source link