Homeদেশের গণমাধ্যমে‘শিক্ষার্থীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষকরাও রাজপথে থাকবেন’

‘শিক্ষার্থীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষকরাও রাজপথে থাকবেন’

[ad_1]

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের তিন দফা দাবি পূরণে সরকার কোনও পদক্ষেপ না নিয়ে চরম বিমাতাসুলভ আচরণ করেছে। শিক্ষার্থীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষকরা তাদের পাশে থাকবেন— এমন ঘোষণা দিয়েছেন জবির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদদীন।

বৃহস্পতিবার (১৫ মে) বেলা সোয়া ১১টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলনরত শিক্ষকদের সাথে একাত্মতা ঘোষণা করেন তিনি। তিনি বলেন, গতকাল বুধবার শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সরকারের পক্ষ থেকে কোনও দুঃখ প্রকাশ করেনি। আমরা সুস্পষ্ট জানিয়ে দিতে চাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের সন্তানরা রাজপথ ছাড়বে না। তাদের সাথে আমরাও থাকবো। তিনি দ্রুত শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

বুধবার সারা রাত যমুনার সামনে অবস্থান করছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১১টার পর তাদের সংখ্যা বাড়তে থাকে। ইতোমধ্যে শিক্ষকরাও আসতে শুরু করেছেন। শিক্ষকরা জানান, তারাও রাজপথে থাকবেন।

এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা ‘রক্ত লাগলে রক্ত নে, জগন্নাথে হল দে’, ‘বৈষম্যের গদিতে, আগুন জ্বালো এক সাথে’, ‘তুমি কে আমি কে, জবিয়ান জবিয়ান’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘জবিয়ানের রক্ত, বৃথা যেতে দেবো না’, ‘নির্ভীক জবিয়ান, বিপ্লবে জবিয়ান’ প্রভৃতি স্লোগান দিতে থাকেন।

কর্মসূচি ঘিরে ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত