Homeদেশের গণমাধ্যমেশিক্ষার্থীদের সংঘর্ষের কারণ কী, ভাঙচুরের জন্য পুলিশের দায় দেখছে সিটি কলেজ কর্তৃপক্ষ

শিক্ষার্থীদের সংঘর্ষের কারণ কী, ভাঙচুরের জন্য পুলিশের দায় দেখছে সিটি কলেজ কর্তৃপক্ষ

[ad_1]

পুলিশ পদক্ষেপ নিলে এমন ভাঙচুর হতো না: সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

ঢাকা সিটি কলেজের স্থাপনায় যখন হামলা হয়, তখন পাশেই ৫০ থেকে ১০০ জন পুলিশ সদস্য দাঁড়িয়ে দেখেছেন বলে অভিযোগ করেছেন কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোবারক হোসেন। বিকেলে সিটি কলেজের সামনে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের কলেজে যখন হামলা হয়, থানা প্রশাসনের লোক, প্রায় ৫০ বা ১০০ জন পুলিশ পাশে দাঁড়িয়ে ছিল। আমার মনে হয়, তারা যদি সময়মতো পদক্ষেপ নিত, তাহলে আমার কলেজে এ রকমভাবে ভাঙচুর হতো না।’

প্রশাসন কঠোর হাতে ‘দুষ্কৃতকারীদের’ দমন করবে, সেই প্রত্যাশা জানিয়ে সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, ‘দুষ্কৃতকারীদের হাত থেকে যেকোনো স্থাপনা, সেটি আমার কলেজ (ঢাকা সিটি কলেজ), ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ—সবকিছুকে রক্ষা করবে। অত্র এলাকার জানমালের নিরাপত্তার দায়িত্ব থানা-পুলিশকে নিতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা শিক্ষকদের দায়িত্ব না, এটা প্রশাসনের দায়িত্ব।’

আজকের হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা সম্পর্কে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোবারক হোসেন বলেন, ‘গতকাল (সোমবার) একটি বিচ্ছিন্ন ঘটনায় ঢাকা কলেজের একজন শিক্ষার্থী আহত হয়েছেন। কে বা কারা তাকে আক্রমণ করেছে, আমরা জানি না। আমরা এই সংবাদ পাওয়ার পর ঢাকা কলেজের শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। তাঁরা বলেছিলেন, তাঁদের (ঢাকা কলেজ) শিক্ষার্থীরা কোনো ধরনের গন্ডগোল করবে না, কোনো অন্যায় কাজ করবে না।’

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত