Homeদেশের গণমাধ্যমেশিগগির ডাকসু নির্বাচন চান ঢাবির ৯৬ শতাংশ শিক্ষার্থী

শিগগির ডাকসু নির্বাচন চান ঢাবির ৯৬ শতাংশ শিক্ষার্থী


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্র-শিক্ষকদের সমন্বয়ে নির্বাচন কমিশন চান অধিকাংশ শিক্ষার্থী। এ বিষয়ে এক জরিপে অংশ নেওয়া প্রায় ৯৬ শতাংশ শিক্ষার্থী বর্তমান প্রেক্ষাপটে ডাকসু নির্বাচন গুরুত্বপূর্ণ মনে করেন।

ডাকসু ও হল সংসদ নির্বাচন সফলভাবে আয়োজনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত পরামর্শক কমিটির করা ডাকসু নির্বাচনসংক্রান্ত মতামত জরিপে এসব মতামত দেন শিক্ষার্থীরা। গত ২৩ মার্চ ডাকসু নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল এই জরিপ কার্যক্রম শুরু করে। শিক্ষার্থীরা তাদের ইনস্টিটিউটশনাল ই-মেইল ব্যবহার করে নিজস্ব প্রোফাইলে ঢুকে জরিপে অংশ নেন। মোট এক হাজার ৭৪৩ জন শিক্ষার্থী জরিপে অংশ নিয়েছেন।

জরিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের ৫৯ দশমিক ২৭ শতাংশ মনে করেন ডাকসু নির্বাচন পরিচালনায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের জন্য সবচেয়ে কার্যকর প্রক্রিয়া ছাত্র-শিক্ষক যৌথভাবে নির্বাচন কমিশন গঠন। এছাড়াও জরিপে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রায় ২৫ শতাংশ মনে করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক নির্ধারিত নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

আরও পড়ুন

প্রায় ৭৫ শতাংশ শিক্ষার্থী মনে করেন আগামী ৩ মাসের মধ্যে ডাকসু নির্বাচন হলে এটি সর্বাধিক গ্রহণযোগ্য ও শান্তিপুর্ণ হবে। বর্তমান প্রেক্ষাপটে ডাকসু নির্বাচন গুরুত্বপূর্ণ মনে করেন জরিপে অংশ নেওয়া প্রায় ৯৬ শতাংশ শিক্ষার্থী। মাত্র ২ শতাংশের কিছু বেশি শিক্ষার্থী মনে করেন বর্তমান প্রেক্ষাপটে ডাকসু নির্বাচন অপ্রয়োজনীয়।

জরিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রায় অর্ধেক মনে করেন, একাডেমিক ভবনগুলোতে নির্বাচন হলে তা অধিক সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এক্ষেত্রে জরিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের পছন্দের পরের তালিকায় রয়েছে সংশ্লিষ্ট হল বা একাডেমিক ভবন।

প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যে আগামী ৩ মাসের মধ্যে নির্বাচন চান জরিপে অংশ নেওয়া অধিকাংশ শিক্ষার্থী। তাদের মধ্যে প্রায় ৫২ শতাংশ শিক্ষার্থী মনে করেন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে ২য় শীর্ষ পছন্দের তালিকায় শিক্ষার্থীরা মনে করছেন ভোট গ্রহণ ও গণনার সম্পূর্ণ ডিজিটালাইজেশন করা গেলে নির্বাচন অধিক শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হবে।

এফএআর/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত