দবির মণ্ডল জানান, প্রায় ২৭ বছর আগে আমতলা বাজারের এক ব্যক্তির কাছ থেকে পাঁচ হাজার টাকা ধারে একটি ভ্যান কেনেন। সেই ভ্যানের আয়ে তাঁর সংসার চলত। দুই বছর হলো সেই ভ্যানে ইঞ্জিন লাগিয়ে নিয়েছেন। গত ২৮ সেপ্টেম্বর রাতে তাঁর বাড়ির উঠান থেকে ভ্যানটি চোরেরা চুরি করে নিয়ে গেছে। তালা লাগিয়ে রাখার পরও চুরি হয়েছে। এখন মাঝেমধ্যে অন্যের ভ্যান ভাড়া নিয়ে চালিয়ে সংসার বাঁচাচ্ছেন। কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এনজিওর কিস্তি আর সংসার খরচ জুটছে না।
দবির মণ্ডলের মাঠে কোনো জায়গাজমি নেই। ভিটার জমিও চাচার নামে। তাঁকে কোনোমতে থাকতে দিয়েছেন বলে জানান। তিনি বলেন, তাঁর চার মেয়ে। তিনজনকে বিয়ে দিয়েছেন। এই বিয়ে দিতে গিয়ে এনজিও থেকে লক্ষাধিক টাকা ঋণ নিয়েছেন। এখন মাসে তাঁর ১৫ হাজার টাকা আয় হচ্ছে, যা থেকে পাঁচ হাজার টাকা মালিককে দিতে হচ্ছে। এরপর এনজিওর কিস্তি রয়েছে মাসে ১২ হাজার টাকা, যা আয় করতে না পেরে তিনি অত্যন্ত কষ্টে আছেন।
স্থানীয় দুধসর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য হুজুর আলী বলেন, দবির মণ্ডল খুবই অসহায় একজন মানুষ। ছোটবেলা থেকেই কষ্ট করে বড় হয়েছেন। তাঁর চলার পথে ভ্যানটিই ছিল সম্বল, সেটাও চুরি হয়ে যাওয়ায় পথে বসেছেন। তাঁরা স্থানীয়ভাবে যতটুকু পারেন, সহযোগিতা করেন। তবে একটা ভ্যান পেলে লোকটির পাশাপাশি সংসারটিও বেঁচে যাবে বলে তিনি উল্লেখ করেন।