Homeদেশের গণমাধ্যমেশেষ মুহূর্তের প্রচারণায় উত্তর ক্যারোলিনায় ট্রাম্প ও হ্যারিস

শেষ মুহূর্তের প্রচারণায় উত্তর ক্যারোলিনায় ট্রাম্প ও হ্যারিস

[ad_1]

মার্কিন নির্বাচনের আর মাত্র ৩ দিন বাকী। শেষ মুহূর্তের প্রচারণায় দক্ষিণ-পূর্বের ব্যাটলগ্রাউন্ড হিসেবে পরিচিত উত্তর ক্যারোলিনা রাজ্যে যাচ্ছেন ডেমোক্র্যাটিক কমলা হ্যারিস এবং রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। গুরুত্বপূর্ণ এই দোদুল্যমান রাজ্যে সমর্থন জোগাড়ে মরিয়া দুই প্রার্থীই শনিবার (২ নভেম্বর)সমাবেশ করবেন সেখানে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এ নিয়ে টানা চতুর্থ দিনের মতো একই দিনে একই রাজ্যে সফর করছেন কমলা ও ট্রাম্প। 

হ্যারিস উত্তর ক্যারোলিনার সবচেয়ে বড় শহর শার্লটে রক স্টার জন বন জোভির সঙ্গে মঞ্চে উপস্থিত হওয়ার পরিকল্পনা করেছেন। আর ট্রাম্প দুপুরে শার্লটের পশ্চিমে গ্যাস্টোনিয়ায় সমাবেশ করবেন ট্রাম্প।

২০২০ সালে ১.৫ শতাংশেরও কম ভোটের ব্যবধানে উত্তর ক্যারোলিনায় জয়ী হয়েছিলেন ট্রাম্প। উত্তর ক্যারোলিনার ১৬ ইলেকটোরাল ভোটের প্রায় সবগুলোই রিপাবলিকানদের দখলে থাকে। এখানে ৪৮.৪ শতাংশ ভোটে এগিয়ে আছেন ট্রাম্প। অন্যদিকে ৪৭.১ শতাংশ ভোটারদের পছন্দ হ্যারিস। ফলে এখানেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

এছাড়া ‘গেম চেঞ্জার’ এই ৭ গুরুত্বপূর্ণ রাজ্যের ৫টিতেই ট্রাম্প এগিয়ে রয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট ‘ফাইভ থার্টি এইট’ এর জরিপ।

আগামী মঙ্গলবার ‘ইলেকশন ডে’র আগে এরই মধ্যে ৭ কোটির বেশি মার্কিন ভোটার আগাম ভোট দিয়েছেন। বিভিন্ন জনমত জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, সমর্থনের দিক দিয়ে দুই প্রার্থী সমানতালে এগিয়ে যাচ্ছে। এ অবস্থায় নির্বাচনে জয়-পরাজয়ের বিষয়টি মূলত নির্ভর করছে উইসকনসিন ও মিশিগানসহ দোদুল্যমান সাত রাজ্যে কে এগিয়ে বা পিছিয়ে থাকছেন সেটির ওপরে।

শনিবার সকালে উত্তর ক্যারোলিনা যাওয়ার আগে উইসকনসিনে সমাবেশ করেছেন কমলা। রাজ্যের ৪৭.৯ শতাংশ ভোটার কমলাকে সমর্থন জানাচ্ছেন। এ রাজ্যের ট্রাম্পের সমর্থন কমে দাঁড়িয়েছে ৪৭.৮ শতাংশে।

এদিকে শুক্রবার মিশিগানে সমাবেশ করেন ট্রাম্প। ২০১৬ সালে ট্রাম্প মিশিগানে বিজয়ী হলেও ২০২০ সালের নির্বাচনে বাইডেন তা পুনরুদ্ধার করেন। নির্বাচনি জরিপে এ রাজ্যে এবার ৪৭.৬ শতাংশে এগিয়ে আছেন কমলা। আর ট্রাম্প কিছুটা পিছিয়ে ৪৭.৩ শতাংশ সমর্থন পেয়েছেন। 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত