[ad_1]
পরিদর্শক (তদন্ত) আজাদ রহমান প্রথম আলোকে বলেন, গতকাল শুক্রবার আসামি তরিকুলকে থানা থেকে ছিনিয়ে নেওয়ার পর তরিকুলসহ অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছিল। আজ রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তরিকুল নিজ বাড়িতে অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তরিকুলকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি শ্রীনগর থানাহাজতে আছেন।
পুলিশ ও থানা সূত্রে জানা যায়, মারামারির ঘটনায় গত ১৯ নভেম্বর থানায় একটি মামলা হয়। মামলার এজাহারভুক্ত আসামি তরিকুল। গতকাল সন্ধ্যায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে থানাহাজতে রাখে। তখন তরিকুলকে ছাড়িয়ে নিতে প্রথমে থানায় আসেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তাঁরা তরিকুলকে ছেড়ে দিতে পুলিশকে বিভিন্নভাবে চাপ দিতে থাকেন, কিন্তু পুলিশ রাজি হয়নি।
[ad_2]
Source link