Homeদেশের গণমাধ্যমেশ্রেণিকক্ষেই তৈরি হবে বই পড়ার অভ্যাস

শ্রেণিকক্ষেই তৈরি হবে বই পড়ার অভ্যাস

[ad_1]

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুল হাকিম বলেছেন, শ্রেণিকক্ষে পাঠাগার স্থাপন করা হলে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে প্রবেশ করেই বই পড়তে পারবে। গড়ে উঠবে তাদের বই পড়ার অভ্যাস। যখন কোনো শিক্ষার্থী শ্রেণিকক্ষে ঢুকেই বুঝতে পারবে, সে অনেক ধরনের বই পড়তে পারবে, তখন শিশুদের বই পড়ার যে ভীতি রয়েছে সেটি শ্রেণিকক্ষেই কেটে যাবে। শ্রেণিকক্ষেই শিশুশিক্ষার্থীরা বুঝতে পারবে, সে তার ইচ্ছামতো বই পড়তে পারবে। এতে তার মানসিক বিকাশ দ্রুত বাড়বে।

শুক্রবার (১ নভেম্বর) দুপুর ১২টায় হবিগঞ্জ পিটিআই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীন পাঠক তৈরির অভিযাত্রার লক্ষ্যে শ্রেণিকক্ষে পাঠাগার উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তেনে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মওলা, এনজিও রুম টু রিডের রাখী সরকার, হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্ট আইরিন সুলতানা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় উপপরিচালক মো. জালাল উদ্দিন। অনুষ্ঠান শেষে অতিথিরা নতুন একাডেমিক ভবনের কার্যক্রম পরিদর্শন করেন। অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থী, অভিভাবকসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় জানানো হয়, হবিগঞ্জ জেলায় শুক্রবার একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠাগার উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার সব প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠাগার স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত