[ad_1]
উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করার সত্যতা নিশ্চিত করে জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম বলেন, নতুন কমিটি গঠনে দ্রুতই সাংগঠনিক প্রক্রিয়া শুরু করা হবে। উল্লেখ্য ২০২১ সালের ১ মে সোনাগাজী উপজেলা ছাত্রদলের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলেও দীর্ঘ তিন বছরেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। এ বিষয়ে ছাত্রদলের কোনো নেতা-কর্মী কথা বলতে রাজি হননি।
এর আগে, গত ২৮ অক্টোবর দুপুরে সোনাগাজী সরকারি কলেজ ক্যাম্পাসে কলেজ ছাত্রদল নেতা মেহেদী হাসান ও মো. রায়হানের ওপর হামলা হয়। তাঁরা দুজন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামের অনুসারী হিসেবে পরিচিত। হামলার ঘটনায় উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিনের সংশ্লিষ্টতা রয়েছে দাবি করে এর প্রতিবাদে বিএনপি, যুবদল ও ছাত্রদলের একটি অংশের নেতা-কর্মীরা গত মঙ্গলবার পৌর শহরে বিক্ষোভ সমাবেশ করেন। এ ঘটনায় করা মামলায় উপজেলা ছাত্রদলের জ্যেষ্ঠ আহ্বায়ক মেজবাহ উদ্দিনকে আসামি করা হয়।
[ad_2]
Source link