[ad_1]
‘সুবিধাভোগী ৭৫ ভিআইপির সম্পদ বিবরণী তলব’ শিরোনামে সংবাদ প্রকাশ করায় দৈনিক কালবেলার প্রতিবেদক আলী ইব্রাহিমকে তলব করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে ব্যাখ্যা দিতে আগামী ২০ জানুয়ারি তাকে ট্রাইব্যুনালে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ সংক্রান্ত কোনও আদেশ ট্রাইব্যুনাল থেকে দেওয়া হয়নি উল্লেখ করে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত আদেশ দেন।
ট্রাইব্যুনালে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
পরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আদেশ ছাড়াই যেকোনও ব্যক্তি ও কর্তৃপক্ষকে ডাকতে ও যেকোনও ডকুমেন্টস চাইতে পারার আইনি এখতিয়ার রাখেন।
[ad_2]
Source link