Homeদেশের গণমাধ্যমেসকালের শুরুতেই তীব্র যানজটে নাকাল রাজধানীবাসী

সকালের শুরুতেই তীব্র যানজটে নাকাল রাজধানীবাসী

[ad_1]

রাজধানীর জুড়ে তীব্র যানজটের কবলে পড়েছে সাধারণ মানুষ। সকাল থেকে শুরু হওয়া এ যানজটে নাকাল অফিসগামীসহ বিভিন্ন কাজে বের হওয়া মানুষ। দুর্ভোগে দীর্ঘ সময় রাস্তায় অপেক্ষা করতে হচ্ছে যানবাহনে থাকা মানুষজনকে।

সোমবার (১০ মার্চ) সকাল থেকেই রাজধানী জুড়ে যানজট দেখা যায়।

জানা গেছে, এদিন সকাল ছয়টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় গাড়ির ধাক্কায় ২ পোশাক শ্রমিক নিহত হন। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তার সহকর্মীরা। এতে বনানী, মহাখালী, গুলশান ও তার পাশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এর প্রভাব পড়ে পুরো রাজধানী জুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।

নিহত একজনের নাম মিনারা আক্তার অপরজনের পরিচয় জানা যায়নি।

এ দুর্ঘটনাকে কেন্দ্র করে গার্মেন্টসকর্মীরা দুইপাশের সড়ক বন্ধ করে দিয়েছেন। এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন তারা।

এতে চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, অফিসগামীসহ সাধারণ মানুষ। হেঁটেই কর্মস্থল আর গন্তব্যের দিকে রওনা করেছেন অনেকেই।

বেসরকারি চাকরিজীবী মুস্তাফিজুর রহমান বলেন, খিলক্ষেত এলাকা থেকে বাসে ফার্মগেটের দিকে যাচ্ছিলাম। সকাল সাতটার দিকে বনানীতে যানজটে আটকা পড়ি। বাস না চলায় নেমে একঘণ্টার বেশি সময় হেঁটে তিনি কর্মস্থলে পৌঁছান।

বিমানবন্দর সড়ক বন্ধ করে অবরোধ করায় বনানী-কাকলী ক্রসিং ও মহাখালীর আমতলী ক্রসিং হয়ে গাড়িগুলোকে ঘুরিয়ে দিচ্ছে পুলিশ।

ট্রাফিক গুলশান বিভাগ থেকে জানানো হয়েছে, বনানী-কাকলী ক্রসিং এবং মহাখালীর আমতলীতে ডাইভারশন দিয়ে গুলশান-২ থেকে গুলশান- ১ হয়ে আমতলী দিয়ে ইনকামিং এবং ভাইস ভার্সা হয়ে আউটগোয়িংয়ে চলাচল করা যাচ্ছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত