[ad_1]
আন্দ্রে রাসেল-সুনীল নারাইন ও ফখর জামান-মোহাম্মদ আমিরদের ম্যাচটি শেষ হওয়ার আগেই শুরু হয়ে যাবে বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচ। সিলেটে সাড়ে ছয়টায় মুখোমুখি হবে দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস।
এর এক ঘণ্টা পর ধুমধাড়াক্কা ক্রিকেটের এ মিছিলে যোগ দেবে এসএটোয়েন্টির প্রিটোরিয়া ক্যাপিটালস-ডারবান সুপার জায়ান্টস ম্যাচ। তবে খেলা এখানেই থামবে না। কারণ রাত ৮ টায়ও আরেকটি ম্যাচ আছে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে গালফ জায়ান্টস ও শারজা ওয়ারিয়র্স। যা শেষ হতে হতে প্রায় ১২টা বাজবে।
তাই সকাল সাড়ে ৯টা থেকে অন্তত রাত সাড়ে ১১ টা, সেন্ট্রাল ডিস্ট্রিক্ট থেকে দুবাই পর্যন্ত ১৪ ঘণ্টার মধ্যে হবে সাত-সাতটি টি টি-টোয়েন্টি ম্যাচ দেখার প্রস্তুতি নিয়ে রাখুন। সব কটিই আইসিসি স্বীকৃত লিগের এবং বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের অংশগ্রহণে।
তবে এমনটা শুধু আজই নয়, আগামী দুই সপ্তাহের মধ্যে এমন টি-টোয়েন্টিময় দিন আছে আরও কয়েকটি। পাঁচ লিগেই ম্যাচ আছে ১৩,১৬, ১৭,১৯, ২২ ও ২৭ জানুয়ারি। এর মাঝের দিনগুলোতেও একাধিক লিগে ম্যাচ আছে, তবে একসঙ্গে পাঁচ লিগে নয়। ২৭ জানুয়ারি বিগ ব্যাশের ফাইনাল হয়ে গেলে এ বছরের মতো একই দিনে পাঁচ লিগ আর দেখা যাবে না।
দিন-রাত টি-টোয়েন্টির নেশায় বুঁদ হতে চাইলে পুরো বছরে ৭টা দিনই পেতে চলেছেন। কী, সারা দিন খেলা দেখার চেষ্টাটা করে দেখবেন নাকি?
[ad_2]
Source link