Homeদেশের গণমাধ্যমেসবচেয়ে বেশি আয় করা রজনীকান্তের পাঁচ সিনেমা

সবচেয়ে বেশি আয় করা রজনীকান্তের পাঁচ সিনেমা

[ad_1]

প্রকাশিত: ১৪:৪৩, ১২ ডিসেম্বর ২০২৪  
আপডেট: ১৪:৫৩, ১২ ডিসেম্বর ২০২৪

সবচেয়ে বেশি আয় করা রজনীকান্তের পাঁচ সিনেমা

রজনীকান্তের ছবির সামনে তার ভক্তরা


ভারতের দক্ষিণী সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। বাস কন্ডাক্টর থেকে ভারতীয় সিনেমার সুপারস্টার। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। তবে তার এই জার্নি মোটেও মসৃণ ছিল না। কিন্তু সব বাধা পেরিয়ে বর্তমান অবস্থানে পৌঁছেছেন তিনি। 

১৯৫০ সালের ১২ ডিসেম্বর ভারতের বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন রজনীকান্ত। আজ ৭৪ বছর পূর্ণ করে পঁচাত্তরে পা দিতে যাচ্ছেন এই অভিনেতা। বিশেষ এই দিনে তার অভিনীত ব্যবসাসফল পাঁচ সিনেমা নিয়ে এই প্রতিবেদন।

কাবালি

কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের ‘কাবালি’ সিনেমা মুক্তির আগেই দর্শকদের মাঝে উন্মাদনা তৈরি করে। গ্যাংস্টারের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করেন পি. এ. রঞ্জিত। মুক্তির আগে রজনীকান্তের ‘ডন’ লুক তার ভক্তদের হৃদয়ে নাড়া দেয়। ২০১৬ সালের ২২ জুলাই মুক্তি পায় এটি। ভারতের বাইরেও এটি সাড়া ফেলে। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় দারুণ সাড়া ফেলে। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করে ৬৫০ কোটি রুপি।

এন্থিরান

রজনীকান্ত অভিনীত ‘এন্থিরান’ সিনেমা ২০১০ সালে মুক্তি পায়। এটি ভারতের ব্যয়বহুল সিনেমাগুলোর একটি। সিনেমাটিতে দুটো চরিত্রে অভিনয় করেন রজনীকান্ত। একটি বিজ্ঞানী ভাসেগরন এবং অন্যটি তার তৈরি করা রোবট চিট্টি। এস. শঙ্কর নির্মিত এ সিনেমায় রজনীকান্তের দুটো চরিত্রই প্রশংসা কুড়ায়। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করে ২৯১ কোটি রুপি।

০.২

২০১৮ সালে মুক্তি পায় ‘০.২’ সিনেমা। এস. শঙ্কর পরিচালিত সিনেমাটি ‘এন্থিরান’ সিনেমার সিরিজ। ব্যয়বহুল এ সিনেমায় পূর্বের মতো নিজের পারফরম্যান্স দিয়ে মুগ্ধ করেন রজনীকান্ত। মুক্তির পর একাধিক বক্স অফিস রেকর্ড ভাঙে এটি। বিশেষ করে হিন্দি ও চাইনিজ মার্কেটে দারুণ সাড়া ফেলেছিল। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করে ৭২৩.৩০ কোটি রুপি।

জেলার

তামিল সিনেমার সুপারস্টার রজনীকান্তের আলোচিত সিনেমা ‘জেলার’। দীর্ঘ দুই বছরের বিরতি ভেঙে এ সিনেমার মাধ্যমে ২০২৩ সালে রুপালি পর্দায় ফিরেন তিনি। ডার্ক কমেডি ও অ্যাকশন ঘরানার ‘জেলার’ সিনেমায় রজনীকান্তের চরিত্রের নাম ‘টাইগার’ বা মুথুভেল পান্ডিয়ান। সিনেমাটিতে এক পুলিশ অফিসারের বাবার চরিত্রে অভিনয় করেছেন। এটি পরিচালনা করেন নেলসন দিলীপ কুমার। ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বিশ্বব্যাপী আয় করে ৬০৪.৫ কোটি রুপি।

ভেট্টিয়ান

রজনীকান্ত অভিনীত সিনেমা ‘ভেট্টিয়ান’। অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। চলতি বছরের ১০ অক্টোবর বিশ্বের ৬ হাজার পর্দায় মুক্তি পায় টি. জে. জ্ঞানভেল পরিচালিত এই সিনেমা। ৩০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বিশ্বব্যাপী আয় করে ২৫৩.৬ কোটি রুপি।

তথ্যসূত্র: লাইভ মিন্ট ডটকম, স্যাকনিল্ক

ঢাকা/শান্ত



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত