[ad_1]
রাজধানীর সবুজবাগের ওহাব কলোনির একটি বাসা থেকে ঘরের তালা ভেঙে সিমা আক্তার (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী রাজি পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে ওহাব কলোনির একটি ভবনের পঞ্চম তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আলী বলেন, উদ্ধারের সময় মরদেহের মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই-এক দিন আগে তাকে (সিমা) শ্বাসরুদ্ধ করে হত্যার পর ঘরের বাহির দিয়ে তালা দিয়ে পালিয়ে যায় স্বামী। ওহাব কলোনির একটি ভবনের পঞ্চম তলায় স্বামী-স্ত্রী পরিচয়ে তারা ভাড়া থাকতেন।
ওসি বলেন, বৃহস্পতিবার ফ্লাটের আশেপাশের লোকজন দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়।
বিকাল ৩টার দিকে পঞ্চম তলার ফ্লাট থেকে তালা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, নিহত সিমা কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বাসিন্দা। তার স্বামী রাজি পলাতক রয়েছে। তাকে আটক করা গেলে প্রকৃত ঘটনা উদঘাটন করা যাবে।
[ad_2]
Source link