উপদেষ্টা ফারুক–ই–আজম পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত ঝিনাইগাতী উপজেলার ৪৫টি পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী এবং ৫০টি পরিবারের মধ্যে ১০০ বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এ সময় শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা বেগম, সিনিয়র সহকারী পুলিশ সুপার দিদারুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফ হোসেন রাসেল, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার প্রমুখ উপস্থিত ছিলেন।