Homeদেশের গণমাধ্যমেসরকারি চালসহ গ্রেপ্তার সেই বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি

সরকারি চালসহ গ্রেপ্তার সেই বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি


গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক বিএনপি নেতাকে খাদ্যবান্ধব কর্মসূচির ১১৯ বস্তা (৫.৮ টন) চাল অবৈধভাবে মজুত রাখার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। চালসহ গ্রেপ্তারের এ ঘটনায় অভিযুক্ত শাহাবুল ইসলাম সাবু নামের এ নেতাকে বিএনপির সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার (০৭ মে) বেলা ১১ টায় অনৈতিক ও সংগঠনবিরোধী কার্যকলাপের সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে কামারদহ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শাহাবুল সরকার সাবুকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি ওই ইউনিয়নের মাস্তা গ্রামের মৃত সাখাওয়াত ইসলাম ছাকার ছেলে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে সাবু সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ওইসব চাল কম দামে ক্রয় করে সেগুলো বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তার গুদামে সংরক্ষণ করে রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান মঙ্গলবার (০৬ মে) ওই গুদামে অভিযান চালায়। ওইসময় এসব চালসহ খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৩৪টি খালি বস্তা জব্দ করেন।

এ সময় সরকারি চাল অবৈধভাবে মজুত রাখার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত