[ad_1]
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাড়ির পাশেই ১৩ শতাংশ জমি নিয়ে আতাউর ও আপেলের মধ্যে বিরোধ চলে আসছিল। ওই জমি নিয়ে একাধিকবার সালিস বৈঠকও হয়েছিল। সালিসে ওই জমির মালিকানা আপেল মিয়া পাননি। তারপরও আপেল মিয়া জমির একটি অংশ দাবি করে আসছিলেন। এ নিয়ে তাঁদের মধ্যে প্রায় ঝগড়া হতো। আজ দুপুরে আপেল মিয়ার বাড়িতে ঢোকার রাস্তার মাথায় খড়ের পালা দিচ্ছিলেন মো. আতাউর রহমান। এ সময় বাধা দেন আপেল ও তাঁর লোকজন। এই নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে আপেল ও তাঁর লোকজন আতাউর রহমানকে কুপিয়ে গুরুতর আহত করেন। এ সময় আতাউরকে রক্ষায় এগিয়ে এসে তাঁর স্ত্রী মুক্তা বেগম (৩৫) ও মা আসমা বেগমও (৬০) গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় চিকিৎসক আতাউরকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
[ad_2]
Source link