Homeদেশের গণমাধ্যমেসাঁথিয়ায় কমিটি ঘোষণার পর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫

সাঁথিয়ায় কমিটি ঘোষণার পর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫


ওই কমিটি বাতিলের দাবিতে আজ বিকেলে সাঁথিয়া পৌর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেন শামসুরের সমর্থকেরা। অন্যদিকে নতুন কমিটির আহ্বায়ক খাইরুন নাহার খানম ও সদস্যসচিব সালাহউদ্দিন খানের সমর্থকেরা পাল্টা মিছিল ও সমাবেশের প্রস্তুতি নেন। বিকেলে শামসুরের সমর্থকেরা কমিটি বাতিলের দাবিতে মিছিল নিয়ে বোয়াইলমারি বাজারের কাছে পৌঁছালে সাঁথিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের দিক থেকে খাইরুন ও সালাউদ্দিন খানের নেতৃত্বে তাঁদের সমর্থকদের একটি মিছিল মুখোমুখি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে শাহীন মল্লিক (৪৫), মুন্না (৩৫), হেলাল উদ্দিন (২৭), ইব্রাহিম হোসেন (৪২), হাশেমসহ (৪০) উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শাহীন মল্লিককে পাবনা সদর হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বাকিদের সাঁথিয়া, বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত